বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির গুরুতর অভিযোগ তুলেছেন। এমতাবস্থায়, নির্বাচন কমিশন এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাহুলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। রাহুল অভিযোগ করেছেন যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার “ভোট চোরদের” রক্ষা করছেন।
রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কড়া জবাব দিল নির্বাচন কমিশন:
এদিকে, রাহুল গান্ধীর (Rahul Gandhi) ওই সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার কয়েক মিনিট পরেই নির্বাচন কমিশন প্রতিক্রিয়া জানায়। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে কমিশন লিখেছে, “রাহুল গান্ধীর অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন।”
❌Allegations made by Shri Rahul Gandhi are incorrect and baseless.#ECIFactCheck
✅Read in detail in the image attached 👇 https://t.co/mhuUtciMTF pic.twitter.com/n30Jn6AeCr
— Election Commission of India (@ECISVEEP) September 18, 2025
কমিশন পোস্টের মাধ্যমে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট করেছে: ইতিমধ্যেই কমিশন পয়েন্ট আকারে একাধিক তথ্য উপস্থাপিত করেছে। যেখানে বলা হয়েছে,
* কোনও নাগরিক অনলাইনে তাঁর ভোট ডিলিট করতে পারবেন না। রাহুল গান্ধী এই বিষয়ে ভুল তথ্য দিয়েছেন।
* ভোট ডিলিট করার আগে, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়।
* ২০২৩ সালে, আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম বাদ দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা হয়েছিল, যার বিরুদ্ধে নির্বাচন কমিশন নিজেই একটি FIR দায়ের করেছিল।
* নির্বাচনের ফলাফল: ২০১৮ সালে বিজেপির শুভাধ গুট্টেদার ওই বিধানসভা আসন থেকে জয়ী হন। অপরদিকে, ২০২৩ সালে কংগ্রেসের বি.আর. পাতিল জয়ী হন।
আরও পড়ুন: অবশেষে মিলল স্বস্তি! বড়সড় সুখবর পেলেন গৌতম আদানি, শেয়ার বাজারে উঠবে ঝড়
রাহুল গান্ধী অভিযোগে কী জানান: জানিয়ে রাখি যে, সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করে জানান, “কর্ণাটকের আলন্দ কেন্দ্রে ৬,০১৮ টি ভোট ডিলিট করার চেষ্টা করা হয়। আমরা এই বিষয়টি শনাক্ত করেছি।” তিনি আরও জানান যে, “BLO লক্ষ্য করেন তাঁর আত্মীয়ের ভোট মুছে ফেলা হয়েছে। যখন তাঁরা তদন্ত করেন, তখন জানতে পারে যে প্রতিবেশী এটি মুছে ফেলেছে। প্রতিবেশী তা অস্বীকার করে।”
আরও পড়ুন: রতন টাটার প্রয়াণের পরে এই বিলাসবহুল হোটেল বিক্রির পথে টাটা গ্রুপ! ১৭,৬০০ কোটি টাকায় হতে পারে ডিল
রাহুল গান্ধী নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন: রাহুল (Rahul Gandhi) বলেন, “আমরা দাবি করছি জ্ঞানেশ কুমার যেন গণতন্ত্র ধ্বংস করার চেষ্টাকারীদের রক্ষা না করেন। আমরা দাবি করছি নির্বাচন কমিশন যেন এক সপ্তাহের মধ্যে কর্ণাটক CID-র কাছে জবাব দেয়।” সংবিধান আমাদের শক্তি দিয়েছে, এবং আমাদের লড়াই এটি রক্ষা করার জন্য। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সংবিধানকে দুর্বল করে দেওয়া ব্যক্তিদের রক্ষা করছেন।”