বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কি হবে SIR? সব রাজ্যের CEO-দের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

Published on:

Published on:

Election Commission Holds Meeting With CEOs Ahead of West Bengal SIR Speculations

বাংলা হান্ট ডেস্কঃ বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR-র পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। বাংলাতেও কি SIR-র পরেই বিধানসভা নির্বাচন হবে, তা নিয়েও জল্পনা চলছে। এই আবহে আগামী বুধবার ও বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে ২ দিনের বৈঠক বসছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। জানা গিয়েছে, এদিন সব রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের (CEO) সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

দেশব্যাপী SIR হবে, জানিয়েছে কমিশন (Election Commission)

বিহারে SIR নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা গিয়েছিল। বিরোধীরা নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে সরব হলেও কমিশন জানায়, স্বচ্ছ ভোটার তালিকার জন্যই বিশেষ নিবিড় সমীক্ষা করা হয়েছে। এবার প্রশ্ন উঠছে, বিহারের মতো অন্যান্য রাজ্যেও কি SIR হবে। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, দেশব্যাপী SIR হবে।

তবে প্রাথমিকভাবে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলিতে আগে SIR শেষ করতে কমিশন (Election Commission) যে তৎপর, তা পরিষ্কার। বাংলার ভোটও কয়েক মাস পরে। তাই বাংলায় SIR হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতারা বলছেন, SIR হওয়ার পরই বাংলায় বিধানসভা নির্বাচন হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ইতিমধ্যে স্পষ্ট করেছেন, বাংলায় SIR হবে।

নির্বাচন কমিশন (Election Commission) বাংলায় SIR নিয়ে ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। গত সপ্তাহে জেলাগুলির আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ শেষ করতে। বিশেষজ্ঞদের মতে, ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের মাধ্যমে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকার পার্থক্য জানা যাবে, যা SIR-এর ক্ষেত্রে সুবিধাজনক হবে। কমিশন বাংলায় যত দ্রুত সম্ভব SIR শুরু করতে চাইছে।

Election Commission Holds Meeting With CEOs Ahead of West Bengal SIR Speculations

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীর হাতেই মায়ের খড়্গ মানায়’, কালীপুজোর রাতেই বড়সড় দাবি সাংসদ রচনার

বাংলার পাশাপাশি অন্য কোন রাজ্যে এখন SIR শুরু হতে পারে, তা নিয়েও জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে বুধবার ও বৃহস্পতিবার নির্বাচন কমিশন (Election Commission) সব রাজ্যের CEO-দের সঙ্গে বৈঠক বসাবে। ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পরই বাংলায় SIR শুরুর ঘোষণা আসবে কি না, তা নিয়েও রাজনৈতিক ও জনমনে উত্তেজনা দেখা দিচ্ছে।