বাংলাহান্ট ডেস্ক : বছর ঘুরলে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে দেশ জুড়ে চলছে শোরগোল। ভুয়ো ভোটার বাদ দিতে উঠেপড়ে লেগেছে নির্বাচন কমিশন (Election Commission)। তবেই স্বচ্ছভাবে নির্বাচন সম্ভব বলে মত কমিশনের। পাশাপাশি এবার নির্বাচনের আগে আরও কিছু পদক্ষেপ নিল কমিশন। বাড়ানো হল ভোটকর্মীদের পারিশ্রমিক সহ নিরাপত্তারক্ষীদের খাবার খরচও।
ভোটকর্মীদের পারিশ্রমিক বাড়িয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)
ভোট পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের পারিশ্রমিক এবার বৃদ্ধি করল নির্বাচন কমিশন (Election Commission)। প্রিসাইডিং অফিসার এবং ভোট গণনা পর্যবেক্ষকরা এতদিন পর্যন্ত দিনে ৩৫০ টাকা করে পারিশ্রমিক পেতেন। সেই পারিশ্রমিক এবার বেড়ে দাঁড়াল ৫০০ টাকায় বা এককালীন ২০০০ টাকায়। পোলিং অফিসারদের দৈনিক পারিশ্রমিক আগে ছিল ২৫০ টাকা। সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার থেকে দৈনিক ৪০০ টাকা করে পাবেন পোলিং অফিসাররা।
বেতন বেড়েছে অন্য দায়িত্বপ্রাপ্তদেরও: অন্যদিকে নির্বাচনের বিষয়ে বিভিন্ন কাজে যে চতুর্থ শ্রেণির কর্মীরা নিযুক্ত থাকেন তাদের দৈনিক পারিশ্রমিকও ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ করা হয়েছে। ভোটের কাজে যুক্ত থাকা মাইক্রো অবজারভার, ফ্লাইং স্কোয়াডের সদস্য, ভিডিওর মাধ্যমে নজরদারি চালানো ভোটকর্মীদের বেতনও বাড়ছে।
আরও পড়ুন : উত্তর থেকে দক্ষিণ সব পুজোর আপডেট এবার হাতের মুঠোয়, প্যান্ডেল হপিংকে নতুন মাত্রা দেবে এই সরকারি অ্যাপ
খাবার খরচ বৃদ্ধি নিরাপত্তারক্ষীদের: নির্বাচনের আগে নিরাপত্তারক্ষীদের খাওয়ার খরচের পরিমাণ বাড়ানো হল কমিশনের (Election Commission) তরফে। ভোটের সময় নিরাপত্তার কাজে নিযুক্ত থাকা পুলিশকর্মী থেকে হোমগার্ডেরা এতদিন খাওয়ার খরচ হিসেবে পেতেন ১৫০ টাকা। সেই খরচ একলাফে বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। যেসমস্ত সরকারি আধিকারিকরা ভোটের দায়িত্বে থাকেন তাদের সাম্মানিক বৃদ্ধির কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন : কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরাম, ব্রিজি মেট্রো স্টেশন নিয়ে নতুন ভাবনা কর্তৃপক্ষের
উল্লেখ্য, এসআইআর আবহে কিছুদিন আগেই বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে বিএলওদের বার্ষিক ভাতা।