ভোটার তালিকা সংশোধনে উত্তাল বাংলা, BLO দের নিরাপত্তায় মাঠে নামছে নির্বাচন কমিশন

Published on:

Published on:

Election Commission May Provide Security to BLOs in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে রাজ্য জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ। নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা ও আশঙ্কার পরিবেশ। এই পরিস্থিতিতে প্রয়োজনে মাঠে নামা ব্লক লেভেল অফিসারদের অর্থাৎ BLO দের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন (Election Commission)। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে।

BLO দের নিরাপত্তা দিতে পুলিশি সহায়তা নিশ্চিত করবে কমিশন (Election Commission)

কমিশন (Election Commission) সূত্র মারফত জানা গিয়েছে, কিছু জায়গা থেকে BLO দের হেনস্তা বা রাজনৈতিক চাপে পড়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে যেখানে SIR রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বা নতুন নাম যুক্ত করা আটকে গিয়েছে, সেখানেই বেশি উত্তেজনা। তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, উভয় শিবির থেকেই ক্ষোভের মুখে পড়ছেন সরকারি কর্মীরা। তাই কমিশনের উদ্যোগ, BLO রা যেন নিরপেক্ষ ও নিরাপদে কাজ করতে পারেন, সে জন্য প্রয়োজনে পুলিশি সহায়তা নিশ্চিত করা হবে।

কমিশনের (Election Commission) এক আধিকারিক বলেন, “বিএলওরা মাঠে নেমে দায়িত্ব পালন করছেন। কেউ রাজনৈতিক রোষের শিকার হলে সেটা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে।”

সূত্রের খবর, কয়েকটি জেলার প্রশাসনের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছে কমিশন (Election Commission)। প্রতিটি এলাকায় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যদি বিএলওদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে বলেও কমিশন জানিয়েছে।

কলকাতার কসবা, খিদিরপুর, গুলশন কলোনি এলাকার মতো জায়গা থেকে ভয় দেখানো ও হুমকির অভিযোগ উঠেছে। কিছু বিএলওর দাবি, তাঁদের বন্দুক দেখিয়ে কাজ থেকে বিরত থাকার চাপ দেওয়া হয়েছে। কেউ কেউ ‘সরাসরি প্রাণনাশের হুমকিও’ পেয়েছেন বলে অভিযোগ করেছেন। বিষয়টি ইতিমধ্যেই কমিশনের নজরে এসেছে বলে জানা যাচ্ছে।

বুধবার কমিশনের (Election Commission) সঙ্গে দেখা করে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joint Forum)। তাঁদের অভিযোগ, ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে রাজ্যের শাসকদল চাপে পড়তে পারে। তাই শুরু থেকেই BLO দের ভয় দেখানোর চেষ্টা চলছে। মঞ্চের পক্ষ থেকেও নিরাপত্তা চাওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য মহল থেকেও BLO দের সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠছে।

Election Commission May Provide Security to BLOs  in Bengal

আরও পড়ুনঃ ভক্তিতে রাজনীতি! শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মমতা, শুরু নতুন বিতর্ক

এই উত্তেজনাপূর্ণ পরিবেশে নির্বাচন কমিশন (Election Commission) আশ্বস্ত করেছে যে, মাঠে কাজ করা কোনও সরকারি কর্মী রাজনৈতিক হুমকির মুখে পড়লে তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।