NRC ভীতি নয়, বাধ্যতামূলক নয় ;নির্বাচন কমিশন জানালো প্রধানের সম্পর্কে আসল তথ্য

 

বাংলা হান্ট ডেস্ক : আপনার কি ভোটার কার্ডের সংশোধন হয়েছে? আপনি কি লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে উঠেছেন? যদি আপনি ভোটার কার্ড সংশোধন করে না থাকেন তবে কি আপনি ভোট দিতে পারবেন না? এমন ধরনের হাজারো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মনে। কিন্তু হচ্ছে অনেকে আবার গুলিয়ে দিয়েছেন ভোটার কার্ড সংশোধনের সাথে এনআরসির প্রসঙ্গ। এনআরসি হওয়ার নাকি প্রথম ধাপ এই সংশোধনী প্রক্রিয়া। এখানেই যত বির্তকের সৃষ্টি।এই ভোটার আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে এনআরসিকে মিশিয়ে ফেলে যারা আতঙ্কে ভুগছেন তাদের জন্য স্বস্তির বার্তা দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এনআরসি সাথে যে এর কোন মিল নেই তা তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন। গত বুধবার তিনি কলকাতায় আসেন এই সমস্ত বিষয়ের হাল-হকিকত দেখার জন্য।

agencies

এখানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দফতরের কর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে উঠে আসে একাধিক প্রস্তাব। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার জেলাশাসকদের সাথেও সম্মেলন করেন। বৈঠক থেকে বেরিয়ে ভোটার আইডি কার্ড ভেরিফিকেশনের বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে তার অবসান ঘটান তিনি। স্পষ্ট জানিয়ে দেন, “ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া ভোটারদের জন্য বাধ্যতামূলক নয়। আর এটিকে নিয়ে আতঙ্কেরও কোন কারণ নেই। এমনকি এনআরসির সাথেও এর কোন সম্পর্ক নেই।” সুবিধা সম্পর্কেও জানান, “ভোটারদের অনেকেরই ভোটার আইডি কার্ডের নামের ক্ষেত্রে বানান ভুল রয়েছে, ঠিকানায় ভুল রয়েছে, বয়সের ক্ষেত্রেও রয়েছে অসঙ্গতি। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটাররা যাতে নিজেরাই এই সকল অসুবিধাগুলি সংশোধন করে নিতে পারেন, তার জন্যই এই প্রক্রিয়া।”


সম্পর্কিত খবর