নাম নেই তালিকায়? চিন্তা নয়, ফর্ম ৬-এই মিলবে সমাধান, কোথায় মিলবে ফর্ম? কীভাবে ফিলআপ করবেন? জানুন

Published on:

Published on:

Election Commission Opens Nomination Window for Missing Voters
Follow

বাংলা হান্ট ডেস্কঃ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অনেকেই দেখছেন তালিকায় নিজের নাম নেই। এতে স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে। তবে নির্বাচন কমিশন (Election Commission) জানাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। তথ্য ঠিক থাকলে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ এখনও রয়েছে।

ফর্ম ৬ কী?

ফর্ম ৬ হল নির্বাচন কমিশনের (Election Commission) একটি আবেদনপত্র। সাধারণত নতুন ভোটারদের নাম তোলার জন্য এই ফর্ম ব্যবহার করা হয়। আবার কারও নাম যদি কোনও কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, সেক্ষেত্রেও এই ফর্ম ৬ দিয়েই ফের আবেদন করা যায়। এই ফর্মটি দেখতে অনেকটাই SIR ফর্মের মতো।

ফর্ম ৬-এ কী কী লিখতে হয়?

ফর্মের শুরুতেই নিজের নাম, মোবাইল নম্বর এবং ঠিকানা লিখতে হয়। তার পরে বাবা বা অভিভাবকের নাম দিতে হয়। যাঁদের আগে থেকেই ভোটার কার্ড ছিল, তাঁদের এপিক নম্বর ও বর্তমান ঠিকানাও লিখতে হয়। সব তথ্য ঠিকঠাক দেওয়া খুব জরুরি।

কোথা থেকে পাওয়া যাবে ফর্ম ৬?

১৮ বছরের বেশি বয়সী যে কোনও নাগরিক ফর্ম ৬ দিয়ে আবেদন করতে পারেন। এই ফর্ম পাওয়া যায় স্থানীয় ব্লক অফিসে, জেলাশাসকের দফতরে। চাইলে অনলাইনেও এই ফর্ম পূরণ করা যায়।

অনলাইনে কীভাবে ফর্ম ৬ জমা দেবেন?

অনলাইনে আবেদন করতে হলে প্রথমে যেতে হবে নির্বাচন কমিশনের ECINET ওয়েবসাইটে। voters.eci.gov.in লিঙ্কে ক্লিক করলেই পোর্টালে ঢোকা যাবে। সেখানে আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে হবে। না থাকলে সাইন আপ করতে হবে। এর পর ‘Forms’ অপশনে ক্লিক করলেই ফর্ম ৬ পাওয়া যাবে। প্রয়োজনীয় সব তথ্য লিখে শেষে ‘Submit’ করলেই আবেদন জমা হয়ে যাবে।

Election Commission Awaits Final Call on BLO Compensation, SIR Delay Update

আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনে নতুন মোড়! নির্ধারিত সময়ের আগেই প্রকাশ হল তালিকা, কতজনের নাম বাদ পড়ল?

নির্বাচন কমিশন (Election Commission) স্পষ্ট জানিয়েছে যে, খসড়া তালিকায় নাম না থাকলে দুশ্চিন্তার প্রয়োজন নেই। সঠিক তথ্য থাকলে ফর্ম ৬ জমা দিয়েই আবার ভোটার তালিকায় নাম তোলা সম্ভব।