‘২১ তারিখের মধ্যে কার্যকর হবে সাসপেনশন’, দিল্লিতে EC-র মুখোমুখি হয়ে জানালেন বাংলার মুখ্যসচিব

Published on:

Published on:

Election Commission Orders Suspension of 5 WB Officer Over Fake Voter Claims

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ৪ জন অফিসারসহ ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে সাসপেনশন কার্যকর করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। এই নির্দেশ আগামী ২১ তারিখের মধ্যে প্রয়োগের কথা বলা হয়েছে। বিষয়টি আজ সরাসরি কমিশনের কাছে জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

২১ তারিখের মধ্যে কার্যকর হবে সাসপেনশন, Election Commission কে জানালেন মুখ্যসচিব

প্রসঙ্গত, সোমবার দুপুর ৩টার মধ্যে নির্বাচন কমিশন (Election Commission) রাজ্যকে ৪ অফিসারকে সাসপেন্ড করার জন্য সময়সীমা বেঁধে দেয়। তবে রাজ্য সরকার কমিশনের নির্দেশ পালন না করে, ওই ৪ অফিসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে, বুধবার বিকেল ৫ টার মধ্যে দিল্লিতে তলব করে কমিশন। বুধবার সেখানে হাজির হয়ে মুখ্যসচিব মনোজ পন্থ কমিশনকে (Election Commission) জানান, আগামী ২১ তারিখের মধ্যে নির্দেশ কার্যকর হবে। সূত্রের খবর, ৪ অফিসারসহ ৫ জনের বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচন কমিশনের (Election Commission) অভিযোগ, ওই ৪ জন ERO ও AERO হিসেবে দায়িত্ব পালন করার সময় প্রচুর ভুয়ো ভোটারের নাম তালিকাভুক্ত করেছিলেন। এদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও পূর্ব মেদিনীপুরের ময়নার ERO ও AERO। কমিশনের নির্দেশে তাদের বিরুদ্ধে FIR দায়ের এবং সাসপেনশন করার সুপারিশ করা হয়েছিল।

বুধবার দুপুর ৪টের মধ্যে কমিশনে পৌঁছে মুখ্যসচিব এক ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনকে বিষয়টি নিশ্চিত করেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো অফিসারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

Election Commission Orders Suspension of 5 WB Officer Over Fake Voter Claims

আরও পড়ুনঃ প্রতিদিন প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, রাজ্য সরকারের উদ্যোগে পরিবর্তন সিনেমা আইনে

জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) তৎপরতার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব সরাসরি হাজিরা দিয়ে কমিশনের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২১ তারিখের মধ্যেই ৪ অফিসারসহ ৫ জনের বিরুদ্ধে পদক্ষেপ কার্যকর হলে ভোটার তালিকায় স্বচ্ছতা ফিরে আসবে বলে মনে করছেন বিরোধীরা।