SIR শুরুর আগেই বড় পদক্ষেপ, সাসপেন্ড হতে চলেছেন ১৪৩ বিএলও! নির্দেশ নির্বাচন কমিশনের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবারই ঘোষণা হয়েছে এ রাজ্যে এসআইআর (SIR) এর নির্ঘন্ট। কী কী নথি লাগবে, বিএলওদের দায়িত্ব সবটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু এবার শোনা যাচ্ছে, রাজ্যে এসআইআর শুরুর আগেই সাসপেন্ড হতে চলেছেন ১৪০ জন বুথ লেভেল অফিসার। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। জানা যাচ্ছে, গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত যেসমস্ত বিএলওদের (SIR) নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে অনেকেই দায়িত্বভার গ্রহণ করতে এবং প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছিল। সেই বিএলওদের শোকজ করেছিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের (SIR) তরফে ভিডিও কনফারেন্সে হয় বৈঠক

বুধবার দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ডিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক হয়। সেখানে উপস্থিত কমিশনের উচ্চপদস্থ কর্তারা রাজ্যের প্রত্যেক ডিইওদের সঙ্গেই কথা বলেন একে একে। কীভাবে কাজ (SIR) হবে তাও সবিস্তারে জানান তাঁরা এদিনের বৈঠকে। এইসময় সবকিছু খতিয়ে দেখতে দেখতে গিয়েই নির্বাচন কমিশনের চোখে ধরা পড়ে বুথ লেভেল অফিসারদের বিষয়টি।

Election commission orders to suspend 143 BLO before SIR

বিএলওদের নিয়ে বড় নির্দেশ: জানা যাচ্ছে, এই ১৪৩ জন বুথ লেভেল অফিসারদের মধ্যে রয়েছেন কোচবিহার, উত্তর কলকাতা, মুর্শিদাবাদ এলাকার বিএলওরা। কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেন, বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে এই বিএলওরা যদি কাজে যোগ না দেন, তবে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে। সেই সঙ্গে তাঁদের সাসপেন্ড করারও নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : একবারেই জালে ৬০ মণ ইলিশ! ৮০০ গ্রামের রূপোলি শষ্য কত টাকায় বিকোলো? অঙ্কটা শুনলে চমকাবেন

বিশেষ ক্যাম্প উত্তরবঙ্গে: জানা যাচ্ছে, এদিন বৈঠকে উত্তরবঙ্গের বন্যা বিপর্যস্ত এলাকাগুলির ডিইওদের সঙ্গে কথা বলে বেশ সন্তুষ্ট নির্বাচন কমিশন। কিছুদিন আগেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে সংশ্লিষ্ট জেলার যেসব মানুষ তাদের নথিপত্র খুইয়েছেন, তাদের নকল নথি তৈরি করে দেওয়ার জন্য বিশেষ ক্যাম্পের (SIR) আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলায় করা হচ্ছে এই বিশেষ ক্যাম্প।

আরও পড়ুন : খুলতেই চায় না স্বয়ংক্রিয় গেট, তাড়াহুড়োয় ভোগান্তির একশেষ, ব্লু লাইনে বড় বদলের সিদ্ধান্ত মেট্রো

এর সঙ্গেই বৃহস্পতিবারের মধ্যেই সব জেলার ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শেষ করে ফেলার। পাশাপাশি কমিশনের নির্দেশ কীভাবে পালন করতে হবে তাও স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই এসআইআর (SIR) এর ফর্ম জেলার করার কাজ শুরু হয়ে গিয়েছে। কিছু কিছু জেলায় তা ছাপানোর কাজও শুরু হয়েছে, যা আগামী দুদিনের মধ্যেই শেষও হয়ে যাবে বলে জানা গিয়েছে। কমিশনের আশা, সুষ্ঠু এবং অবাধেই এসআইআর এর কাজ সম্পূর্ণ হবে এ রাজ্যে।