বাংলাহান্ট ডেস্ক: দেশের সব থেকে গরীব মুখ্যমন্ত্রী কে জানেন? কার কাছে কত টাকার সম্পত্তি রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি আছে? যদি এই প্রশ্নগুলি আপনার মাথাতেও এসে থাকে, তাহলে আপনাকে জানিয়ে দিই, সম্প্রতি এই হিসেব জানা গিয়েছে। দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসেব (List of wealth of CMs) দিয়ে একটি তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কোন মুখ্যমন্ত্রীর কাছে কত টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।
প্রত্যেক নির্বাচনের আগে প্রার্থীকে তাঁর সম্পত্তির হিসেব জমা দিতে হয়। এই নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের। সাধারণ মানুষ যাতে জানতে পারেন, ভোটে দাঁড়ানো নেতারা কত সম্পত্তির মালিক। এছাড়াও তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং তাঁদের বিরুদ্ধে কোনও মামলা রয়েছে কিনা তাও জানানো হয়।
১. ওয়াই এস জগনমোহন রেড্ডি
এই তালিকা অনুযায়ী, দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের ওয়াই এস জগনমোহন রেড্ডি। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর কাছে মোট ৫১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
২. অরবিন্দ কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একজন কোটি পতি। স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর রয়েছে ৩.৪৪ কোটি টাকার সম্পত্তি।
৩. পুষ্কর সিংহ ধামী
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর রয়েছে ৩.৩৪ কোটি টাকার সম্পত্তি।
৪. নীতিশ কুমার
বিহারের নীতিশ কুমার ৩.০৯ কোটি টাকার সম্পত্তির মালিক।
৫. ভগবন্ত মান
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের রয়েছে ১.৯৪ কোটি টাকার সম্পদ।
৬. এন বিরেন সিংহ
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহের কাছে রয়েছে ১.৪৭ কোটি টাকার সম্পত্তি।
৭. মনোহর লাল খট্টর
হরিয়ানার মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী হিসেবে দু’বার নির্বাচন জিতেছেন। তিনিও একজন কোটিপতি মুখ্যমন্ত্রী। তাঁর কাছে আছে ১.২৭ কোটি টাকার সম্পদ।
৮. পিনারাই বিজয়ন
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের রয়েছে ১.১৮ কোটির সম্পত্তি।
৯. যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ১.৫৪ কোটি টাকা সম্পত্তির মালিক।
১০. মমতা বন্দ্যোপাধ্যায়
কোটিপতি মুখ্যমন্ত্রীদের নিরিখে দেশের সব থেকে গরীব মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পত্তির হিসেব ১৬.৯২ লক্ষ টাকা।