বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর কাজ নিয়ে ফের নতুন তথ্য সামনে আনল নির্বাচন কমিশন (Election Commission)। প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু কিন্তু সোমবার সকাল পর্যন্ত দেখা গিয়েছে, এখনও ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬টি ফর্ম আপলোডই হয়নি। এগুলোকে বলা হচ্ছে আন-কালেক্টেড ফর্ম।
এখানে একটা বিষয় স্পষ্ট যে, এই আন-কালেক্টেড ফর্মগুলো কোনও সাধারণ ফর্ম নয়। নির্বাচন কমিশন (Election Commission) আগেই জানিয়েছিল, এই তালিকায় পড়ছেন মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, স্থায়ীভাবে সরে যাওয়া, আগেই ভোটার তালিকায় থাকা, কিংবা অন্যান্য কারণে বাদ পড়া ব্যক্তিরা।
২১ লক্ষের বেশি মৃত ভোটার চিহ্নিত করেছে কমিশন (Election Commission)
কমিশনের (Election Commission) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ২১ লক্ষ ৫ হাজার ৩৬৯ জন মৃত ভোটারকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। জেলা ভিত্তিক হিসেব বলছে, মৃত ভোটারের সংখ্যায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানেই মৃত ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৩৩৭। এর পরেই আছে পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা।
কমিশনের (Election Commission) দাবি, এখনও বেশ কয়েকটি জেলা আন-কালেক্টেড ফর্ম আপলোড করছে না। ফলে মৃত ভোটারের আসল সংখ্যা জানার কাজ থমকে রয়েছে। এই গাফিলতিতেই অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির নিযুক্ত স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত। তাঁর বক্তব্য অনুযায়ী, অনেক ব্লকে তিনবার করে ভিজিট করার পরেও বিএলও-রা শেষ তালিকা আপলোড করছেন না।
কমিশন (Election Commission) সূত্রের খবর, কয়েকটি জায়গায় এমনও অভিযোগ উঠেছে যে স্থানীয় প্রশাসনের কিছু কর্তা নাকি বিএলওদের বলছেন এখনই আপলোড করতে হবে না, শেষ মুহূর্তে যখন নির্দেশ আসবে তখনই করা হবে। এমন অসঙ্গতি নিয়ে স্পেশ্যাল অবজার্ভার তীব্র বিরক্তি প্রকাশ করে বলেছেন ঠিক কার নির্দেশের অপেক্ষায় বিএলওরা কাজ আটকে রাখছেন?

আরও পড়ুনঃ নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন? সুকান্তর দাবিতে অভিষেক বললেন…
কমিশনের (Election Commission) স্পষ্ট বক্তব্য, যত দ্রুত আপলোড শেষ হবে, তত দ্রুত বাংলার মৃত ভোটারের প্রকৃত সংখ্যা জানা যাবে। বর্তমানে যে তথ্য পাওয়া যাচ্ছে তা অসম্পূর্ণ, কারণ অনেক জেলার আপলোড এখনও বাকি।












