বাংলাহান্ট ডেস্ক : বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর গত মঙ্গলবার থেকেই এনুমারেশন ফর্ম হাতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা। তাঁদের সঙ্গে থাকছে এনুমারেশন ফর্ম, যা অফলাইন প্রক্রিয়ায় পূরণ করে বিএলওদের কাছে দিতে হবে ভোটারদের। তবে শুধু অফলাইন নয়, অনলাইনেও এই ফর্ম পূরণ করা যাবে বলে জানানো হয়েছিল নির্বাচন কমিশনের (SIR) তরফে। বৃহস্পতিবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করা যাবে বলে জানিয়েছে কমিশনৃ।
অনলাইনেও হবে এসআইআর ফর্ম ফিল আপ (SIR)
গত মঙ্গলবার থেকেই অনলাইনে ফর্ম উপলব্ধ থাকার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে সেদিন তা পাওয়া যায়নি। শেষমেশ বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেল অনলাইন ফর্ম ফিল আপের (SIR) প্রক্রিয়া। https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটে এদিন সকাল থেকেই পাওয়া যাচ্ছে অনলাইন এনুমারেশন ফর্ম। এছাড়াও কমিশনের ইসিআই নেট অ্যাপেও পাওয়া যাবে অনলাইন ফর্ম।

কারা পাবেন অনলাইন ফর্ম: নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যারা কর্ম: সূত্রে রাজ্যের বাইরে থাকেন কিংবা বিএলওদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না তাদের জন্যই এই অনলাইন ফর্ম (SIR) পূরণের ব্যবস্থা রাখা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ থেকে এনুমারেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। তারপর নির্দেশিকা অনুযায়ী ফর্ম পূরণ করে দিতে হবে।
আরও পড়ুন : বুকে চাপ ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল ‘আর্য’ জিতুকে!
আতঙ্কিত হবেন না: আগামী ৪ ঠা ডিসেম্বর পর্যন্ত এসআইআর (SIR) এর কাজ করবেন বিএলওরা। কেউ যদি প্রথম বার বাড়ি না থাকেন তাহলেও চিন্তা করার কারণ নেই। কারণ সংশ্লিষ্ট এলাকার বাড়িগুলিতে একাধিক বার যাবেন বিএলওরা।
আরও পড়ুন : শর্টকাটের নেশায় বাড়ছে অঘটন, নিরাপত্তা বাড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে ফেন্সিং দেওয়ার কাজ শুরু শিয়ালদহ
জানা যাচ্ছে, সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আগামী ৯ ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। যারা যারা ফর্ম ফিল আপ করবেন তাদের সকলেরই নাম থাকবে এই তালিকায়। আর ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কারোর নিজের বা পরিবারের কারোর নাম যদি ম্যাচিং না করা যায় সেক্ষেত্রে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হবে তাদের।













