বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার সকালে প্রকাশিত হওয়া এসআইআর এর খসড়া তালিকায় নাম ওঠেনি অনেকেরই। তাঁদের ডাকা হবে শুনানিতে। সেই কারণে প্রয়োজনীয় নথি নিয়ে তৈরি থাকতে হবে। নির্বাচন কমিশনের (Election Commission) নিয়ম অনুযায়ী, বিএলওরা নিয়ে আসবে হিয়ারিংয়ের নোটিশ। নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় নথি নিয়ে ইআরও বা এইআরওর অফিসে পৌঁছে যেতে হবে। কিন্তু নির্দিষ্ট তারিখে যদি কেউ বাড়ি না থাকেন কিংবা কোনও কারণে শুনানিতে যেতে না পারেন তাহলে কী হবে?
হিয়ারিংয়ে যেতে না পারলে কী হবে জবাব দিল কমিশন (Election Commission)
নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে এই সমস্যার সমাধান। এদিন সন্ধে নাগাদ সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেখানেই এই জরুরি প্রশ্নের উত্তর দেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, হিয়ারিংয়ে যদি কেউ আসতে না পারেন, তার জন্য সত্যিকারের কারণ যদি তিনি কিছু দেখাতে পারেন, তবে ওই দিন না এলেও পুনরায় সুযোগ দেওয়া হবে তাঁকে।

কী জানালেন মুখ্য আধিকারিক: এমন নয় যে না আসলে তাঁকে বাদ দিয়ে দেওয়া হবে। এমন কোনও সিস্টেম নেই। অ্যাডভান্স ডেট দেওয়া হবে। এইআরও-ইআরও দেখে নেবেন পুরো বিষয়টি। এদিন আরও কিছু প্রশ্নের মুখোমুখি হন মুখ্য নির্বাচনী আধিকারিক।
আরও পড়ুন : ফ্যামিলি পেনশনে বড়সড় বদল, মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, নতুন নিয়ম জানুন
রয়েছে আরও প্রশ্ন: প্রশ্ন ওঠে, বয়স্ক যারা তাদের জন্য কি বাড়ি থেকে অনলাইনে শুনানি সম্ভব? কমিশন (Election Commission) জবাবে জানায়, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসওপি হবে। তারপর নেওয়া হবে সিদ্ধান্ত।
আরও পড়ুন : অবিশ্বাস্য! কেবল সুদেই হবে ২ লাখ টাকা আয়, পোস্ট অফিস নিয়ে এল নতুন স্কিম
নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর এর খসড়া তালিকায় প্রায় ৫৪ লক্ষের নাম বাদ গিয়েছে। যাদের নাম তালিকায় নেই, তাদেরই ডেকে পাঠাবে নির্বাচন কমিশন। যাদের ডেকে পাঠানো হবে তাদের নিজের জেলা বা মহকুমার কোনও সরকারি অফিসে।












