মমতার চোট নিয়ে তৃণমূলকে তুলোধোনা কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আঘাত পান। আর এই ঘটনায় সরাসরি কমিশনকে দোষারোপ করেছিল তৃণমূল কংগ্রেস। আজ সকালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কলকাতায় কমিশনের সদর দফতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসেন।

আর সেই স্মারকলিপি জমা দেওয়ার পর আজ রাতেই তাঁর কড়া জবাব দিল নির্বাচন কমিশন। কমিশনের আধিকারিকের তরফ থেকে শাসক দল তৃণমূলকে একটি কড়া ভাষায় চিঠি দিয়ে বলেছেন, এরকম স্মারকলিপির জবাব দেওয়া কমিশনের মর্যাদাহানি করে। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, মুখ্যমন্ত্রী নিরাপত্তায় ত্রুটি ও গাফিলতি কমিশনের উপর চাপানো অন্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঠিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের প্রশাসনের।

   

1 75

তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করে বলা হয়েছে যে, একদিন আগেই রাজ্যের ডিজি বদলের সিদ্ধান্ত নেয় কমিশন, আর এরপরের দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ঘটনা ঘটে। এমনকি ঘটনা ঘটার সময় স্থানীয় পুলিশ কেনও উপস্থিত ছিল না, সেই বিষয়েও অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। শাসক দলের পক্ষ থেকে গতকালের ঘটনা নিয়ে কমিশনের বিরুদ্ধেই আঙুল তোলা হয়েছিল। আর আজ তাঁর কড়া জবাব দিল কমিশন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর