বিএলও প্রশিক্ষণ শুরু, বাংলায় SIR প্রস্তুতিতে নড়েচড়ে বসল তৃণমূল কংগ্রেস

Published on:

Published on:

Election Commission starts training amid TMC's strong objection

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি হিসেবে রাজ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার নজরুল মঞ্চে নদিয়া, দুই ২৪ পরগণা ও মুর্শিদাবাদ জেলার BLO-দের নিয়ে এই প্রশিক্ষণের সূচনা হয়। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য এলাকার BLO-রাও এই প্রশিক্ষণ পাবেন।

ভোটের আগে নিযুক্ত হয়েছেন বহু নতুন BLO

কমিশনের এই পদক্ষেপকে ভোটার তালিকার নিবিড় সংশোধনের শুরু হিসেবে দেখছে রাজনৈতিক মহল। যদিও নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, এটি রুটিন কাজ, প্রতিটি ভোটের আগে BLO-দের প্রশিক্ষণ দেওয়া হয়। এবার চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোট সংক্রান্ত কাজ না করানোর নিয়ম হয়েছে। তাই নতুন করে বহু BLO নিযুক্ত হয়েছেন, যাদের প্রশিক্ষণ দেওয়া আরও বেশি জরুরি। তবে এই পরিস্থিতিতে রাজনীতির উত্তাপও বাড়ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে, বিহারের মতো পশ্চিমবঙ্গেও ‘বিশেষ অভিযান’ চালিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। তাই তারা ইতিমধ্যেই এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা করেছে।

এই জল্পনাকে আরও জোরালো করেছে নির্বাচন কমিশনের (Election Commission) এক সাম্প্রতিক চিঠি, যেখানে বলা হয়েছে BLO ও তাঁদের তদারকদের বেতন বাড়ানোর পাশাপাশি একটি ‘বিশেষ অভিযানের’ জন্য অতিরিক্ত ২,০০০ টাকা বরাদ্দ করতে হবে। যদিও ওই ‘বিশেষ অভিযান’ কী, তা স্পষ্ট করেনি কমিশন। এতে অনেকেই মনে করছেন, এটি আসলে নিবিড় সংশোধনেরই ইঙ্গিত।

তৃণমূল এই পদক্ষেপকে বিজেপির ভোট কৌশলের অংশ হিসেবে দেখছে। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, “কমিশন সব ভোটমুখী রাজ্যে বিজেপিকে সাহায্য করছে। কিন্তু বাংলায় সেটা সহজ হবে না। কারণ, প্রতিটি বুথে তৃণমূলের সংগঠন রয়েছে, যারা বৈধ ভোটারদের পাশে থাকবে এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে।”

Election Commission starts training amid TMC's strong objection

আরও পড়ুনঃ আগে অ্যাপ্রেন্টিসশিপ করুন, নতুন আইনজীবীদের উদ্দেশ্যে কড়া বার্তা প্রধান বিচারপতির

সর্বোপরি, ভোটের প্রায় ৯-১০ মাস আগেই BLO-দের প্রশিক্ষণ, বেতন বৃদ্ধি এবং ‘বিশেষ অভিযানের’ প্রসঙ্গ রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। এতে নির্বাচনের আগে রাজনীতিতে আরও টানাপোড়েনের সম্ভাবনা জোরদার হয়েছে।