বাংলাহান্ট ডেস্ক : পুরোদমে শুরু হয়ে গিয়েছে এসআইআর (SIR) এর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ঘোষণার পরেই মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা। তাঁদের কাছে থাকছে এনুমারেশন ফর্ম। তা পূরণ করে জমা দিতে হবে। তবে তাঁদের কাছে ভোটার তালিকা সংশোধনের জন্য কোনও অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
এসআইআর (SIR) এর নথি জমা দেওয়া নিয়ে নির্দেশ নির্বাচন কমিশনের
আগেই কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি ২০০২ এর ভোটার তালিকায় (SIR) কোনও ব্যক্তি বা তাঁর পরিবারের নাম না থাকে, সেক্ষেত্রে তাঁকে কিছু নথি জমা দিতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন আগেই ১৩ টি নথির কথা উল্লেখ করেছে। কারোর নাম ২০০২ এর ভোটার তালিকায় পাওয়া না গেলে এই নথি গুলির মধ্যে যেকোনো একটি জমা দিতে হবে।

ডিসেম্বর পর্যন্ত কাজ বিএলওদের: এই জমা দেওয়া নথিগুলি যাচাইকরণের পরেই নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত করা হবে। আগামী ৪ ঠা ডিসেম্বর পর্যন্ত কমিশনের নির্দেশ অনুযায়ী ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসারদের পূর্ণ সময় ধরে এসআইআর (SIR) এর কাজ করতে হবে।
আরও পড়ুন : ‘খুব শিগগিরই কলকাতায় আসছি’, মমতাকে প্রতিশ্রুতি শাহরুখের! KIFF-এর মঞ্চে থাকবেন ‘বাদশা’?
কী অভিযোগ বিএলওদের: এর আগে বিএলওরা অভিযোগ করেছিলেন, চাকরির পাশাপাশি এসআইআর (SIR) এর কাজ করতে সমস্যায় পড়ছেন তাঁরা। তাই এসআইআর এর কাজ করার সময় তাঁদের ‘অন ডিউটি’ বলে গণ্য করা হোক বলে দাবি করেছিলেন বিএলওরা।
আরও পড়ুন : ‘পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রে কাঁপিয়ে দেবে’, শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ
যদিও নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, বিএলওরা কমিশনের কর্মী নন। তাঁরা যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।













