‘ভোট কারচুপি’র অভিযোগে রাহুলের পাশে বিরোধীরা, কমিশনের সতর্কবার্তার পরেই সংসদের বাইরে সরব অভিষেক-অখিলেশ-সহ ইন্ডিয়া জোটের সাংসদরা

Published on:

Published on:

Election Commission Warning Sparks INDIA Bloc Protest Outside Parliament

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন কমিশনের (Election Commission) কড়া হুঁশিয়ারির পর সোমবার সংসদের বাইরে উত্তেজনা। কমিশনের ‘হলফনামা’ দাবি ঘিরে বিক্ষোভে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব-সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। হাতে ‘হলফনামা’-র প্রতিলিপি নিয়ে এদিন স্লোগান দেন বিরোধীরা।

কমিশনের (Election Commission) দাবির পরেই হলফনামা নিয়ে স্লোগান বিরোধীদের

রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নাম না করে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি স্পষ্ট জানান, “হয় হলফনামা দিন, না হলে দেশের কাছে ক্ষমা চান।” কমিশনের (Election Commission) দাবি, ভোট পরবর্তী তালিকা সংশোধনের সময় বিরোধীরা কোনও লিখিত প্রমাণ পেশ করেননি। তাই সাত দিনের মধ্যে হলফনামা না দিলে ক্ষমা চাইতে হবে।

কমিশনের (Election Commission) এই বক্তব্যের পরই সোমবার সংসদ চত্বরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বিক্ষোভে সামনের সারিতে থাকেন। বিরোধীদের অভিযোগ, কমিশন (Election Commission) শুধু বিরোধীদের উপর চাপ দিচ্ছে, অথচ বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির ক্ষেত্রে নীরব। অভিষেক পাল্টা জানান, তাঁর ডায়মন্ড হারবার কেন্দ্রে ভুয়ো ভোটার প্রসঙ্গে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এবং প্রমাণ-সহ ভিডিও তিনি জমা দিয়েছেন।

অখিলেশের অভিযোগ, উত্তরপ্রদেশে তাঁদের দলের জমা দেওয়া হলফনামার প্রাপ্তি কমিশন (Election Commission) অস্বীকার করেছে। তিনি ডিজিটাল রসিদ দেখিয়ে প্রশ্ন তোলেন, “নির্বাচন কমিশনকেও হলফনামা দিতে হবে যে, আমাদের কাছে পাঠানো ডিজিটাল রসিদ সঠিক।” অন্যদিকে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর পাল্টা অভিযোগ তোলেন, কংগ্রেস-সহ বিরোধী শিবিরই আসনভিত্তিক কারচুপি করেছে। এই রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগে আরও তীব্র হচ্ছে বিরোধের আবহ।

Election Commission Warning Sparks INDIA Bloc Protest Outside Parliament

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় সরকারি অনুদান ঘিরে ফের আইনি লড়াই, হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নির্বাচন কমিশনের (Election Commission) হুঁশিয়ারির পর বিরোধীদের এরূপ আন্দোলন রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে বলে মনে পড়ছে রাজনৈতিক মহল। সংসদের বাইরে ‘হলফনামা’ হাতে বিক্ষোভে সরব হওয়া থেকে বোঝা যাচ্ছে, ভোট চুরি বিতর্ক নিয়ে বিরোধী বনাম কমিশনের সংঘাত আরও বাড়তে চলেছে।