ভারতের (india) অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর (Kashmir) এর একটা বড় অংশ ৭০ বছর ধরে কব্জা করে রেখেছে পাকিস্তান (Pakistan) , এবার সেখানেই নির্বাচন করছে ইমরান সরকার। ভারতের প্রবল আপত্তি সত্ত্বেও আজ সেখানে নির্বাচন করছে পাকিস্তান। যা নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের বক্তব্য, পাক সরকারের কোনো নির্বাচন প্রক্রিয়া চালানোর অধিকার নেই কাশ্মীরে।
কিছুদিন আগেই পাক অধিকৃত গিলগিট ও বালটিস্তানে গিয়েছিলেন ইমরান খান। সেখানে তিনি বলেন, এই অঞ্চলে আলাদা প্রদেশ হিসাবে ঘোষণা করা হবে। আলাদা প্রদেশ হিসাবে গড়ে উঠলে সেখানে পাক সরকারের উন্নয়ন মূলক কাজকর্ম করতে সুবিধা হবে এমনটাই দাবি করেন ইমরান। এরপরেই সেখানে নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়।
এই নির্বাচনে তহরিক ই ইনসাফ, পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের মতো পাকিস্তানের রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। যার তীব্র প্রতিবাদ করা হয়েছে ভারতের পক্ষ থেকে।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ১৯৪৭ সাল থেকেই গিলগিট বালটিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশ। অবৈধ ভাবে তা দখল করে রেখেছে পাকিস্তান। সেখানে নির্বাচন করানোর কোনো অধিকার নেই পাকিস্তানের।