উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি,খড়্গপুরে তৃণমূলের জয়ের কারিগর শুভেন্দু অধিকারী!

 

পশ্চিম মেদিনীপুর :- লোকসভা নির্বাচনে একপ্রকার ধরাশায়ী অবস্থাই হয়েছিল তৃণমূলের। বিয়াল্লিশে-৪২ স্লোগান তুলে মোটে ২২ টি আসন ধরে রাখতে পেরেছিল শাসকদল।কিন্তু এবার রেকর্ড ভাঙল। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়্গপুর সদর আসনে গেরুয়া শিবিরকে ২০৮১১ ভোটে পরাস্ত করলেন তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার। বাংলায় বিধানসভা উপনির্বাচনে ঘাসফুলের দাপট।
কিন্তু খড়্গপুরে বিস্ময় ঘটালেন তৃণমূলের তরুণ নেতা তথা পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের তুলনায় খড়্গপুরে ২৪১৩৫ টি ভোট বাড়িয়ে ফেলল তৃণমূল।

IMG 20191128 WA0036

শুভেন্দু অধিকারী বলেন , “আমি তো গোড়া থেকেই বলেছি দিলীপ ঘোষ অকর্মণ্য। খড়্গপুরের জন্য গত সাড়ে চার বছরে কোনও কাজ করেননি। দিল্লিতে বিজেপি সরকারের থেকেও রেলনগরীর জন্য কোনও প্রকল্প আদায় করে আনতে ব্যর্থ তিনি। তারই ফল পেয়েছে বিজেপি”। তাঁর কথায়, “মানুষ উন্নয়নের জন্য ভোট দিয়েছেন। ভোট প্রচারে সেই প্রতিশ্রুতিই দিয়েছিলাম আমরা”।

সম্পর্কিত খবর