বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মলদ্বীপে (Maldives) হতে চলা সংসদীয় নির্বাচনে ভারতের (India) একটি রাজ্যেও ভোটগ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, ওই ভোটগ্রহণ সম্পন্ন হবে কেরালায় (Kerala)। পাশাপাশি, দ্বীপরাষ্ট্রের নির্বাচন কমিশন ভোটারদের জন্য তিরুবনন্তপুরমে ব্যালট বাক্স রাখবে।
এদিকে, এই খবরের বিষয়ে তথ্য দিয়ে মলদ্বীপের স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মলদ্বীপের নির্বাচন কমিশন গত শনিবার জানিয়েছে যে, আসন্ন সংসদীয় নির্বাচনে ব্যালট বাক্সগুলি কেরালার তিরুবনন্তপুরমে রাখা হবে। এদিকে, ভারত ছাড়াও আরও ২ টি দেশ থেকে এই নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে।
সংবাদ সংস্থার মতে, অন্য যেসব দেশে ব্যালট বাক্স রাখা হবে সেই তালিকায় রয়েছে শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া। মূলত, কলম্বো এবং কুয়ালালামপুরে থাকবে ব্যালট বাক্স। এমতাবস্থায়, মলদ্বীপের নির্বাচনী সংস্থার মহাসচিব হাসান জানিয়েছেন, ৩ টি দেশে ব্যালট বাক্সের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করেছেন ভোটদাতারা।
আরও পড়ুন: ফের বড়সড় সাফল্য ভারতীয় নৌবাহিনীর! জলদস্যুদের কবল থেকে ১৭ জনকে করা হল উদ্ধার, প্রকাশ্যে ভিডিও
এদিকে, দ্য সান নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, “অন্যান্য দেশে বসবাসকারী নাগরিকদের জন্য রেজিস্ট্রেশনের উইন্ডো ফের খোলা হয়েছিল। কিন্তু ৩ টি দেশের ভোটাররা পর্যাপ্ত ওয়ারেন্ট ছিল এমন ব্যালট বাক্সগুলি পুনরায় রেজিস্টার্ড করেছিলেন। যেগুলি হল ভারতের তিরুবনন্তপুরম, শ্রীলঙ্কার কলম্বো এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর।
আরও পড়ুন: রোহিত শর্মার এই পরামর্শই বদলে দিয়েছে কুলদীপ যাদবের কেরিয়ার! নিজেই জানালেন চায়নাম্যান
পাশাপাশি, অন্য কোনো দেশে ব্যালট বাক্স রাখা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মহাসচিব বলেন, শনিবার শেষ হওয়া পুনঃরেজিস্ট্রেশনের উইন্ডোতে অন্যান্য দেশের পর্যাপ্ত ভোটাররা নিজেদের রেজিস্ট্রেশন করেননি। জানিয়ে রাখি যে, আগামী ২১ এপ্রিল মলদ্বীপে সংসদীয় নির্বাচন সম্পন্ন হবে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা