BCCI-তে এইদিন সম্পন্ন হবে নির্বাচন! জয়ে শাহের পরে কে হবেন সচিব? সামনে এল বড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: BCCI তথা Board of Control for Cricket in India-তে নির্বাচনের তারিখ প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ২৯ সেপ্টেম্বর এই নির্বাচন সম্পন্ন হবে। যদিও, সচিব পদের জন্য নির্বাচন ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা BCCI (Board of Control for Cricket in India)-র বার্ষিক সাধারণ সভার এজেন্ডায় নেই। এদিকে, বোর্ড নির্বাচনের সময়সূচি জারি করেছে এবং রাজ্য অ্যাসোসিয়েশনগুলিকে প্রার্থীদের নাম জমা দিতে বলেছে।

BCCI (Board of Control for Cricket in India)-তে এইদিন সম্পন্ন হবে নির্বাচন:

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রজার বিনি আরও একটি মেয়াদের জন্য প্রেসিডেন্ট থাকবেন বলে অনুমান করা হচ্ছে। তবে, বোর্ডে সচিবের শূন্যপদে নির্বাচন হতে হবে। বর্তমান BCCI (Board of Control for Cricket in India) সেক্রেটারি জয় শাহ সম্প্রতি ICC- র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এমতাবস্থায়, আগামী ১ ডিসেম্বর থেকে তিনি ICC চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

   

Elections to Board of Control for Cricket in India will be held this day.

উল্লেখ্য যে, এই নির্বাচন কার্যক্রম মূলত ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি ছাড়াও IPL গভর্নিং কাউন্সিলের দুই সদস্যের নির্বাচনের জন্য সম্পন্ন হবে। এদিকে সেক্রেটারি নির্বাচন বার্ষিক সাধারণ সভায় অন্তর্ভুক্ত না হলে, জয় শাহের রিপ্লেসমেন্টের জন্য BCCI (Board of Control for Cricket in India)-কে আগামী ১ ডিসেম্বরের পরে একটি বিশেষ বার্ষিক সাধারণ সভা ডাকতে হবে।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! ২৬ হাজার কোটি টাকায় সুখোই-30MKI বিমানের এতগুলি ইঞ্জিন তৈরি করবে HAL

কে সচিব হতে পারেন: জানিয়ে রাখি যে, জয় শাহের পর BCCI সেক্রেটারি হওয়ার দৌড়ে ইতিমধ্যেই কিছু নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যাঁদের মধ্যে প্রথম নাম হল দিল্লি জেলা ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির। যদিও রোহন জেটলিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি। এছাড়া বর্তমান IPL চেয়ারম্যান অরুণ ধুমলের নামও সচিব পদের জন্য উঠে আসছে। তবে এর জন্য তাঁকে BCCI (Board of Control for Cricket in India)-র সংবিধান অনুযায়ী কুলিং অফ পিরিয়ড নিতে হবে। এর পাশাপাশি বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলারও এই পদের দৌড়ে শামিল রয়েছেন বলে জানা গিয়েছে। তবে, এখনও পর্যন্ত সামগ্রিকভাবে এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: আর নেই উপায়! এবার আঁধার ঘনাবে বাংলাদেশে, আগেভাগেই সতর্ক করল আদানি গ্রুপ

BCCI সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে প্রার্থীদের নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে: উল্লেখ্য যে, BCCI (Board of Control for Cricket in India) ইতিমধ্যেই আগামী ২৪ সেপ্টেম্বর,২০২৪ তারিখের সন্ধ্যের মধ্যে প্রার্থীদের নাম জমা দিতে বলেছে। এরপর ২৫ সেপ্টেম্বর বৈধ মনোনয়ন দেওয়া হবে। এদিকে, ২৬ সেপ্টেম্বরে দুপুর ১ টা পর্যন্ত প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন। বাকি চূড়ান্ত তালিকা ২৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় প্রকাশ করা হবে। গতবারের মতো এবারও নির্বাচন আধিকারিকের দায়িত্বে এ কে জ্যোতি থাকবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর