Electric Bill দিতে গিয়ে মাথায় হাত? আগে জানুন, ফ্যান নাকি লাইট, কোথায় সবচেয়ে বেশি ওঠে বিদ্যুৎ

বাংলাহান্ট ডেস্ক : আমজনতার কাছে বিদ্যুৎ বিল (Electric Bill) আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ফের একবার বেড়েছে বিদ্যুৎ বিলের খরচ। এই অবস্থায় বিদ্যুৎ বিল দিতে গিয়ে নাকানিচুবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আজকাল আবার অধিকাংশ বাড়িতেই রয়েছে এয়ার কন্ডিশনার। অনেকেই মনে করেন এয়ার কন্ডিশনারের জন্য বিদ্যুৎ বিল বেশি ওঠে।

কেন বেশি হয় বিদ্যুৎ বিল (Electric Bill)?

আবার কারোর ধারণা বেশিক্ষণ সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান চালালে বেশি ওঠে বিদ্যুৎ বিল (Electric Bill)। অনেকে আবার রয়েছেন যারা ঘন ঘন লাইট পাখা বন্ধ করেন বিদ্যুৎ সাশ্রয় করার উদ্দেশ্যে। অনেকে আবার মনে করেন টিভি বন্ধ করে দেওয়ার পর বিদ্যুৎ সংযোগের সুইচ বন্ধ না করলে বিদ্যুৎ খরচ হয়। আবার অনেকের ধারণা মোবাইল ফোন বা ল্যাপটপ চার্জ হয়ে যাওয়ার পর ইলেকট্রিক সুইচ বন্ধ না করলেও বাড়তে পারে বিদ্যুৎ ইউনিট।

Government's big decision on electricity bill.

বিদ্যুৎ বিল (Electric Bill) নিয়ে এই ধরনের হাজারো ধারণা প্রচলিত রয়েছে আমাদের মধ্যে। তবে পাখা বা লাইট ছাড়াও এমন অনেক হোম অ্যাপ্লায়েন্স রয়েছে যেগুলির কারণে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব সেগুলিকে নিয়ে। এটা আমরা সবাই জানি যে সব থেকে বেশি বিদ্যুৎ খরচ হয় এয়ার কন্ডিশনার চালালে।

আরোও পড়ুন : জানেন, কোথাকার ইলিশ স্বাদে-গন্ধে সবার সেরা? পদ্মা ভাবলেই ভুল করবেন!অবাক করবে আসল সত্যি

যত কম ডিগ্রিতে এয়ার কন্ডিশনর চালানো হয় ততই বেশি খরচ হয় বিদ্যুৎ ইউনিট। তাই অনেকে রয়েছেন যারা এয়ার কন্ডিশনর বেশি ডিগ্রিতে চালিয়ে ফ্যান চালিয়ে দেন। বিদ্যুৎ সাশ্রয় করার এটি একটি ভালো পন্থা হতে পারে। এয়ার কন্ডিশনারের পর সব থেকে বেশি বিদ্যুৎ খরচ হয় ওয়াশিং মেশিনে। তাই বেশি ওয়াশিং মেশিন ব্যবহার করলে আপনার বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে যেতে পারে।

Electric bill

এছাড়াও প্রচুর বিদ্যুৎ খরচ হয় ফ্রিজের জন্য। সর্বদা উচিত ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ করা। অনেকেই রয়েছেন যারা ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ করেন না। সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ খরচ বেশি হতে পারে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বাড়িতে এলইডি লাইট ব্যবহার করতে পারেন। তবে লাইটের থেকেও বেশি বিদ্যুৎ খরচ হয় ফ্যানে। তাই বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণ করতে চাইলে ফ্যান চালানোর উপর নিয়ন্ত্রণ আনা জরুরী।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর