বাংলা হান্ট ডেস্কঃ বাজারে আসতে চলেছে বিশ্বের সবথেকে সস্তার ইলেকট্রনিক গাড়ি (electric car)। মারুতি অল্টোর (Maruti Alto) থেকেও কম দামে এই চার চাকা বিশিষ্ট গাড়ি বাজারে আনতে চলেছে চীন (china)। টাটার ন্যানোর সঙ্গে নাম মিলিয়ে এই মিনি ইলেকট্রিক ভেহিক্যাল বাজারে আনতে চলেছে চিনের উলিং হংগুয়াং (Wuling HongGuang)।
এক বছরে ১,১৯,২৫৫ টি গাড়ি বিক্রি করে ২০২০ সালে দ্বিতীয় বেস্ট সেলিং ইলেকট্রিক গাড়ির তকমা পায় চীনের উলিং হংগুয়াং-র মিনি ইলেকট্রিক কার মিনি ইভি। সেই ধারা বজায় বেখেই এবার বিশ্বের সবথেকে কম দামে ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে এই কোম্পানি।
এই গাড়ির ভেতরে রয়েছে এলইডি হেডলাইটস, কি লেস এন্ট্রি ছা়ড়াও ৭ ইঞ্চির ডিজিটাল স্ক্রিন, এবিএস ও ইবিডি। প্রিমিয়াম গাড়ির মতই পথচারীরা সমনে আসার আগেই চালককে সতর্ক করে দেবে এই গাড়ি। চীনের তৈরি এই গাড়ির দৈর্ঘ্য ২৪৯৭ এমএম, চওড়ায় ১৫২৬ এমএম এবং গাড়ির উচ্চতা হবে ১৬১৬ এমএম। ভারতের ন্যানোর দৈর্ঘ্য ছিল ৩ মিটারের বেশি। সেইদিক থেকে দেখতে গেলে চীনের এই গাড়ি ভারতের টাটার ন্যানোর থেকেও আয়তনে বেশ ছোট।
এই গাড়ির বিশেষত্ব হল মাত্র ৪.৫ ঘণ্ট চার্জ দিলেই পুরো চার্জ হয়ে যাবে এই গাড়ি। আর এক চার্জেই প্রায় ৩০৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই চীনা গাড়ি। দামের দিক থেকে সবথেকে সস্তা এই গাড়ির দাম পরছে চীনের মুদ্রায় ২০,০০০ yuan, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ২ লক্ষ ৩০,০০০ টাকা। হিসেব বলছে এই গাড়ি মারুতি-সুজুকি অল্টোর থেকেও অনেক কমে পাওয়া যাবে।