এবার খেল দেখাবে Ola’র ‘রাহি’! দুর্দান্ত মাইলেজের সাথে স্ট্রং ব্যাটারি, ফিচার্স দেখে আত্মহারা চালকরা

বাংলাহান্ট ডেস্ক: অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবার বাজারে আনতে চলেছে নতুন ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw)। এই নতুন ইলেকট্রিক রিক্সার নাম দেওয়া হয়েছে ‘রাহি’। ইতিমধ্যে ভারতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে ওলার ইলেকট্রিক স্কুটার। এবার ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ওলা ভারতে আনতে চলেছে বাণিজ্যিক গাড়ি।

Ola’র নতুন ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw)

এখনো পর্যন্ত ভারতের বাজারে ওলা তিনটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। Ola S1 X, S1 Pro এবং S1 Air নামক ইলেকট্রিক স্কুটারগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতের বাজারে। পাশাপাশি এই সংস্থা খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে ইলেকট্রিক বাইক। সেই বাইকের প্রি-বুকিংও শুরু হয়ে  গিয়েছে। দুই চাকার ইলেকট্রিক যানের পাশাপাশি ওলা এবার বাজারে আনতে চলেছে পণ্যবাহী গাড়ি।

আরোও পড়ুন : সরকারি হাসপাতালের ভেতর সিভিক ভলেন্টিয়ারদের ‘দাপাদাপি’ শেষ! এবার বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

জানা গেছে, ওলার ‘রাহি’ নামক ইলেকট্রিক রিক্সাটি বেশ আকর্ষণীয় হতে চলেছে লুকসের দিক থেকে। ক্রেতাদের আকর্ষণ করতে বিশেষ নজর দেওয়া হয়েছে গাড়িটির ডিজাইনের উপর। জানা যাচ্ছে, সংস্থা এই ইলেকট্রিক রিক্সায় দিতে চলেছে উচ্চ ক্ষমতার ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে বিপুল পরিমাণ মাইলেজ দিতে সক্ষম হবে এই ইলেকট্রিক রিক্সা।

আরোও পড়ুন : পেশায় ইঞ্জিনিয়ার! মোটা মাইনের চাকরি ছেড়ে এখন বাংলা সিরিয়ালের নায়িকা এই অভিনেত্রী

তবে এখনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যে এই ইলেকট্রিক রিক্সাটি কতটা মাইলেজ দিতে সক্ষম। বিভিন্ন মিডিয়া রিপোর্ট দাবি করেছে, শক্তিশালী মোটর ব্যবহার করা হবে এই ইলেকট্রিক রিক্সায়। বাড়িতে বা পাবলিক চার্জিং স্টেশনে চার্জ দেওয়া যাবে এই ইলেকট্রিক রিক্সা। যাত্রীদের বসার জন্য এই রিক্সায় থাকবে আরামদায়ক আসন ও বর্ধিত জায়গা।

Electric Rickshaw

তবে ভারতের বাজারে ওলা কবে নতুন এই ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw) লঞ্চ করবে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।  আন্দাজ করা হচ্ছে ২০২৪ সালের শেষের দিকে ওলা বাজারে আনতে পারে ‘রাহি’। ওলার নতুন ইলেকট্রিক রিক্সা বাজারে আসলে নিঃসন্দেহে প্রতিযোগিতার মুখোমুখি পড়বে Mahindra Treo, Bajaj RE এবং Piaggio Ape e-City।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর