বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তেমনই পরিবর্তন হিসেবে বাজারে এসেছে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। Odysse Sun Electric Scooter সকলের কথা মাথায় রেখে নতুন ই-স্কুটার মডেল বাজারে এনেছে। এই স্কুটির (Scooter) দাম শুরু হচ্ছে ৮১০০০ টাকা থেকে।
রাইডারদের জন্য আসছে বাজারে নতুন ই-স্কুটি (Electric Scooter)
Odysse Sun Electric বাজারে নিয়ে এল এক দুর্দান্ত ধরনের ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)। এই স্কুটারটিতে দুটি ব্যাটারী প্যাক পাওয়া যাচ্ছে। এছাড় 1.95 kWh ব্যাটারি প্যাক। এর দাম পড়ছে ৮১,০০০ টাকা। অপরটি 2.95 kWh ব্যাটারি প্যাক। যার দাম পড়ছে ৯১,০০০। এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘন্টায় ৭০ কিলোমিটার। এমনকি এটি একবার চার্জ দিলে ১৩০ কিমি পথ অতিক্রম করা যায়।
আরও পড়ুন: টিকিট কাটার ঝক্কি শেষ! চালু হচ্ছে বাসে স্মার্ট কার্ড পরিষেবা, পুজোর আগে নতুন উদ্যোগ এনবিএসটিসি-র
নতুন এই স্কুটি (Scooter) প্রধানত শহরের রাইডারদের কথা মাথায় রেখে বাজারে আনল Odsse Electric Vehicles। এই স্কুটার দেখতে যেমন আকর্ষণীয়। তেমনই এর মধ্যে রয়েছে প্রিমিয়াম ধরনের ফিচার। এই ই-স্কুটারে এলইডি লাইটিং, এভিয়েশন-গ্রেড সিট (দীর্ঘ যাত্রায় আরামদায়ক), ৩২ লিটার আন্ডার-সিট স্টোরেজ (ওলা এস১ এয়ারের ৩৪ লিটার থেকে সামান্য কম, কিন্তু অ্যাথার রিজটার ২২ লিটারের চেয়ে বেশি), টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, হাইড্রোলিক মাল্টি-লেভেল অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্বার, সামনে ও পেছনে ডিস্ক ব্রেক, চাবিহীন স্টার্ট-স্টপ সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডাবল ফ্ল্যাশ রিভার্স লাইট, তিনটি রাইডিং মোড আছে- ড্রাইভ, পার্কিং, রিভার্স রয়েছে।
এই স্কুটারগুলি (Scooter) মূলত শহরে প্রতিদিন যাতায়াতের জন্য আরামদায়ক। পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে সাহায্য করছে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)।