লঞ্চ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ২০,০০০ বুকিং! ভারতের বাজারে ঝড় তুলল এই ইলেকট্রিক স্কুটার

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) জনপ্রিয়তা। বিপুল চাহিদার কথা মাথায় রেখেই একাধিক ইলেকট্রিক যান প্রস্তুতকারী সংস্থা একের পর এক ইলেকট্রিক স্কুটারের মডেল লঞ্চ করছে দেশের বাজারে। এবার আল্ট্রাভায়োলেট সংস্থার একটি ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) বাজারে আসার পরই রীতিমতো ঝড় তুলেছে স্কুটার প্রেমীদের মনে।

এই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) জনপ্রিয়তা

গত ৫ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে লঞ্চ হয় আল্ট্রাভায়োলেট সংস্থার ইলেকট্রিক স্কুটার Tesseract। সংস্থার দাবি, লঞ্চ হওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই বুকিং হয়েছে Tesseract মডেলের ২০ হাজার ইউনিট! আল্ট্রাভায়োলেটের দাবি, মাত্র ১০০ টাকা খরচ করলে Tesseract স্কুটিটি দেবে ৫০০ কিলোমিটারের মাইলেজ। স্কুটারে ব্যবহৃত ইলেকট্রিক মোটরটি ২০ hp পর্যন্ত পাওয়ার দিতে সক্ষম।

আরও পড়ুন : হার মানবে সিনেমাও! জঙ্গিদের কবলে গোটা ট্রেন, রোমহর্ষক হাইজ্যাক পাকিস্তানে, দেওয়া হল হুমকি

মাত্র ০.২৯ সেকেন্ডে Tesseract তুলে ফেলবে ০ থেকে ৬০ kmph পর্যন্ত গতি। আল্ট্রাভায়োলেট সংস্থার তরফ থেকে প্রথমে জানানো হয়, প্রথম ১০ হাজার গ্রাহক মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকায় পেয়ে যাবেন Tesseract কেনার সুযোগ। তবে বিপুল চাহিদার কথা বিবেচনা করে সংস্থা জানিয়েছে, ১ লক্ষ ২০ হাজার টাকায় এই ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ করে দেওয়া হবে প্রথম ৫০ হাজার গ্রাহককে।

আরও পড়ুন : আর নেই চিন্তা! গ্রাহকদের জন্য এবার বিরাট উপহার SBI-র, অ্যাকাউন্ট থাকলেই খুলবে কপাল

এই অফার শেষ হলে Tesseract মডেলটি কিনতে গ্রাহকদের খরচ করতে হবে ১ লক্ষ ৫০ হাজার টাকা (এক্স শোরুম প্রাইস)। সংস্থার দাবি, ঘন্টায় ১২৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ দিতে সক্ষম Tesseract মডেলটি একবার ফুল চার্জ দিলে পাড়ি দিতে পারবে ২৬১ কিলোমিটার পর্যন্ত পথ। পাশাপাশি ফ্লোটিং DRL এবং ডুয়েল LED প্রোজেক্টার হ্যাডল্যাম্প বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করেছে এই স্কুটিতে।

Electric Scooter Tesseract booking report.

একইসাথে, Tesseract মডেলের স্কুটিতে রয়েছে উইন্ডস্ক্রিন, ৭-ইঞ্চির TFT টাচস্ক্রিন, ৩৪-লিটার আন্ডারসিট, ব্লাইন্ড স্পট মনিটারিং, ওভারটেক অ্যালার্ট, লেন চেঞ্জ আযসিস্ট সহ একাধিক অত্যাধুনিক ফিচার্স। ভারতের বাজারে যে হারে ইলেকট্রিক স্কুটির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে Tesseract স্কুটি যে দেশের তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হতে চলেছে তেমনটাই মনে করছে সংস্থা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর