গ্রামে হানা দিয়ে হাতি সাবাড় করল আধার কার্ড ও ব্যঙ্কের পাস বই

বাংলাহান্ট ডেস্কঃ NRC ও CAA নিয়ে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে দেশে। দেশের একটা বড় অংশের সাধারন মানুষ এখন পুরোনো দিনের কাগজ খুজতে ব্যস্ত। একই সাথে কোনো কাগজ যেন হারিয়ে না যায় সেই বিষয়ে যত্নবান হয়েছেন তারা। সারা দেশের পরিস্থিতিটাই একই রকম  NRC ও CAA নিয়ে আতঙ্কিত মানুষ। এই সময়ে ব্যংকের পাশ বই ও আধার কার্ড খেয়ে নিল হাতি।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির আমবাড়ির শিমুলগুড়ি গ্রামে। বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া ওই এলাকায় হাতির হানা নতুন কিছু নয়। এলাকার বাসিন্দা ফিরা ওঁরাওর বাড়ীতেও আগে হানা দিয়েছিল হাতি। কিন্তু এবার যা ঘটেছে তাতে তিনি পড়েছেন মহা বিপদে।

IndianElephant

শনিবার রাতে শিমুলপুরে ঢোকে হাতির পাল। তখন বাড়িতে ছিলেন না ফিরা ওঁরাও। বাড়িতে ড্রামে রাখা ছিল ১৫ কিলোগ্রাম চাল। সেই ড্রামেই রাখা ছিল ব্যাঙ্কের পাশবই ও আধার কার্ড। তিনি বাড়ি ফিরে দেখেন সেই চালের সবটুকুই খেয়ে নিয়েছে হাতি। আর তার সাথে থাকা ব্যাঙ্কের পাশবই ও আধার কার্ডও উদরস্ত করেছেন গজরাজ।

হতাশায় ফিরা ওঁরাও ক্ষোভ উগড়ে দিচ্ছেন বনকর্মীদের বিরুদ্ধে। তার অভিযোগ বন দপর সঠিক ভাবে দেখা শোনা করে না বলে গ্রামে হাতির তান্ডব চলছে।  মাঝেমাঝেই বৈকুণ্ঠপুর জঙ্গ থেকে বেরিয়ে হামলা চালায় হাতির দল। এবার হাতি আমার ব্যাঙ্কের বই আর আধার কার্ড খেয়ে ফেলেছে। বনপদপ্ত্র কি তার আধার কার্ড ফিরিয়ে দেবে? এই বিষয়ে বন দপ্তর থেকে এখনো কিছুই জানা যাচ্ছে না।

সম্পর্কিত খবর