বাংলা হান্ট ডেস্ক : ঘটনাটি উদিয়া কেওনঝাড়ের কুসুমিতা গ্রামের,তবে শুধু উদিয়া নয়, কুসুমিতা গ্রামের অধিকাংশ বাসিন্দাই হাতির হামলা থেকে প্রাণে বাঁচাতে উঁচু গাছের ডালে মাচা করে রাত কাটাচ্ছে।
বনদফতর সূত্রে খবর, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে। জানা গিয়েছে, এরই মধ্যে অন্তত ১০টি হাতির একটি দল কুসুমিতা গ্রামে ঘন ঘন হানা দিচ্ছে।হাতির উপদ্রবে ঘর-বাড়ি ছাড়া মানুষেরা।খুব দরিদ্র তাই ফের বাড়ি বানানোর সাধ্য তাই নেই। হাতির হামলা থেকে প্রাণ বাঁচাতে শেষমেশ তাই জঙ্গলে গাছের উপরেই খড় বিছিয়ে বসবাস শুরু করে দেন উদিয়া মহাকুদ নামের এক বছর চল্লিশের ব্যক্তি। সঙ্গে তাঁর পাঁচ বছরের ছেলেও রয়েছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝাড়ে।বনদফতর সূত্রে খবর, কেওনঝাড়ে প্রায় ৫০টি হাতি রয়েছে।
বনদফতরের পক্ষ জানাচ্ছে হাতির গতিবিধির উপর নজর রাখতে এবং গ্রামে উপদ্রব ঠেকাতে ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। আপাতত কতদিনে এই বিপদমুক্ত হওয়া যায় সেই চিন্তায় গ্ৰামবাসীরা।