বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় মোট সম্পদের বিচারে ধনী ব্যক্তিদের কড়া টক্কর পরিলক্ষিত হয়। যে কারণে ওই তালিকায় ধনকুবেরদের অবস্থানে প্রায়শই পরিবর্তন ঘটে। তবে, এবার এটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত ইলন মাস্ক (Elon Musk) ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান হারিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি Forbes এই প্রসঙ্গে সর্বশেষ রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্ট অনুযায়ী, বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault) বর্তমানে বিশ্বের শ্ৰেষ্ঠ ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন। অর্থাৎ, মোট সম্পদের পরিসংখ্যানে ইলন মাস্ককে পেছনে ফেলেছেন তিনি। জানিয়ে রাখি যে, বার্নার্ড আর্নল্ট হলেন LVMH (Moet Hennessy Louis Vuitton)-এর CEO। এটি একটি লাগজারি অর্থাৎ বিলাসবহুল ব্র্যান্ড। আর্নল্টের সম্পদ বেড়েছে ২৩.৬ বিলিয়ন ডলার। যার ফলে তাঁর মোট সম্পদ বৃদ্ধি হয়ে পৌঁছেছে ২০৭.৬ বিলিয়ন ডলারে।
পিছিয়ে পড়লেন মাস্ক: এদিকে, Forbes-এর রিপোর্ট অনুসারে, আগামী ২৫ জানুয়ারি, ২০২৪-এ, টেসলার শেয়ারের পতনের ফলে ইলন মাস্কের সম্পদ ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। এই কারণে, মাস্কের মোট সম্পদ ১৮ বিলিয়ন ডলারেরও বেশি কমে গেছে। অপরদিকে, LVMH-এর শেয়ারে ১৩ শতাংশ বৃদ্ধির কারণে আর্নল্টের মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। Forbes অনুযায়ী জানা গিয়েছে, এখন LVMH-এর মার্কেট ক্যাপ হল ৩৮৮.৮ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: 8GB RAM, 45W-এর ফাস্ট চার্জিং! বাজার কাঁপাতে শীঘ্রই লঞ্চ হচ্ছে Samsung Galaxy M55 5G, জানুন ফিচার্স
শীর্ষ দশে কারা রয়েছেন: বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন জেফ বেজোস। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৮১.৩ বিলিয়ন ডলার। পাশাপাশি, ল্যারি এলিসন চতুর্থ স্থানে (১৪২.২ বিলিয়ন ডলার), মার্ক জুকেরবার্গ পঞ্চম স্থানে (১৩৯.১ বিলিয়ন ডলার), ওয়ারেন বাফেট রয়েছেন ষষ্ঠ স্থানে (১২৭.২ বিলিয়ন ডলার), ল্যারি পেজ সপ্তম স্থানে (১২৭.১ বিলিয়ন ডলার), অষ্টম স্থানে বিল গেটস (১২২.৯ বিলিয়ন ডলার), নবম স্থানে সের্গেই ব্রিন (১২১.৭ বিলিয়ন ডলার) এবং এই তালিকায় দশম স্থানে রয়েছেন স্টিভ বলমার (১১৮.৮ বিলিয়ন ডলার)।
আরও পড়ুন: দাবি রয়েছে বকেয়া DA-র! তার মাঝেই নিয়মে বড় বদল, পেনশন-গ্র্যাচুইটি কাটা যাবে এই সরকারি কর্মীদের
তালিকায় কোথায় রয়েছেন আদানি-আম্বানি: বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় ওপরের দিকে রয়েছেন দুই ভারতীয় ধনকুবেরও। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় ১১ তম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১০৪.৪ বিলিয়ন ডলার। এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ হল ৭৫.৭ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় তিনি ১৬ তম স্থানে রয়েছেন।