ধনকুবেরদের তালিকায় বড় বদল! প্রথম স্থান হারালেন মাস্ক, বজায় থাকল আম্বানি-আদানিদের দাপট

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় মোট সম্পদের বিচারে কড়া টক্কর চলতে থাকে। তবে, এবার সেই তালিকায় বড় বদল পরিলক্ষিত হয়েছে। কারণ, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, Tesla, SpaceX এবং “X”-এর মালিক ইলন মাস্ক (Elon Musk) বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারিয়েছেন। মূলত, Tesla-র শেয়ারের পতনের কারণে মাস্কের সম্পদের পরিমাণ কমেছে বলে জানা গিয়েছে।

এমতাবস্থায়, মাস্কের পরিবর্তে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত হচ্ছেন Amazon-এর ফাউন্ডার জেফ বেজোস। মঙ্গলবার সকালে আপডেট হওয়া ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, জেফ বেজোস ২০০ বিলিয়ন ডলারের সম্পদের পরিপ্রেক্ষিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। অন্যদিকে ইলন মাস্ক ১৯৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

   

Elon Musk lost the first place in the list of billionaires

শীর্ষ-৩ ধনী ব্যক্তিদের মধ্যে সম্পদের সামান্য পার্থক্য রয়েছে: এদিকে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৯৭ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, বিশ্বের শীর্ষ-৩ বিলিয়নেয়ারদের সম্পদের মধ্যে খুব সামান্য পার্থক্য রয়েছে। পাশাপাশি, বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হলেন ফেসবুকের CEO মার্ক জুকেরবার্গ। তাঁর সম্পদের পরিমাণ হল ১৭৯ বিলিয়ন ডলার। এদিকে, পঞ্চম স্থানে রয়েছেন বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: এবার ঘুম উড়বে PhonePe-Google Pay-র! লঞ্চ হল Flipkart UPI, গ্রাহকরা পাবেন একগুচ্ছ সুবিধা

একাদশ স্থানে রয়েছেন মুকেশ আম্বানি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি বর্তমানে বিশ্বের ১১ তম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর মোট সম্পদ হল ১১৫ বিলিয়ন ডলার। পাশাপাশি, ঠিক তাঁর পরেই রয়েছেন আরেক ভারতীয় ধনকুবের গৌতম আদানি। উউল্লেখ্য যে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ১০৪ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী। তিনি বিশ্বের শ্ৰেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন দ্বাদশ স্থানে।

আরও পড়ুন: ঘটি-বাটি বিক্রি হওয়ার জোগাড়! T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম পৌঁছল ১.৮৬ কোটিতে

সম্পদ বৃদ্ধি আদানি-আম্বানির: জানিয়ে রাখি যে, এই বছর এখনও পর্যন্ত, গৌতম আদানির মোট সম্পদ ১৯.২ বিলিয়ন ডলার বেড়েছে। অপরদিকে, চলতি বছরে মুকেশ আম্বানির সম্পদ বেড়েছে ১৮.২ বিলিয়ন ডলার। পাশাপাশি, শাপুরজি পালোনজি গ্রুপের শাপুর মিস্ত্রি ৩৮.৯ বিলিয়ন ডলারের সম্পদের সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৩৬ তম স্থানে রয়েছেন। তাঁর পরে HCL-এর চেয়ারপার্সন শিব নাদার ৩৭.৮ বিলিয়ন ডলারের সম্পদের ওপর ভর করে এই তালিকায় রয়েছেন ৩৭ তম স্থানে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর