ইলন মাস্কের খুব কাছের বন্ধু এই ভারতীয় ইঞ্জিনিয়ার, কীভাবে পরিচয় হল জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরের তকমা যাঁর কাছে রয়েছে তিনি হলেন ইলন মাস্ক (Elon Musk)। পাশাপাশি, প্রায় প্রতিদিনই তিনি থাকেন খবরের শিরোনামে। এমতাবস্থায়, এবার মাস্কের সাথে দেখা করলেন তাঁর এক ভারতীয় “বন্ধু”। এমনকি, সেই সম্পর্কিত একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তারপর থেকেই মাস্কের সাথে থাকা ওই যুবকের পরিচয় জানার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনরা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পুণের বাসিন্দা তথা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওই যুবক ইলন মাস্কের ভালো বন্ধুদের তালিকায় রয়েছেন। তাঁর নাম হল প্রণয় পাথোল (Pranay Pathole)। জানা গিয়েছে, প্রণয় এবং ইলন মাস্কের গত চার বছর ধরে বন্ধুত্ব রয়েছে। শুধু তাই নয়, মাস্ক পাথোলের বেশিরভাগ টুইটের প্রতিক্রিয়াও দেন। এছাড়াও, বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়েও তাঁদের বেশ কয়েকবার কথা হয়েছে।

প্রণয়ের বয়স যখন ১৯ বছর ছিল, তখন তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য আমেরিকা যান। আমেরিকায় পৌঁছনোর পর তিনি ইলন মাস্কের সঙ্গে প্রথম দেখা করেন। এমতাবস্থায়, গত ২২ আগস্ট তিনি ইলন মাস্কের সাথে একটি ছবি শেয়ার করেন টুইটারে। যেখানে দু’জনকেই হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

পাশাপাশি, সেই টুইটে প্রণয় লিখেছেন যে, তিনি টেক্সাসের গিগাফ্যাক্টরিতে ইলন মাস্কের সাথে দেখা করেছিলেন। পাশাপাশি, প্রণয় আরও জানান যে, তিনি মাস্কের মতো এত শান্ত এবং সরল ব্যক্তি আগে কখনও দেখেননি। সর্বোপরি, মাস্ক যে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছেন সেই প্রসঙ্গটিও উপস্থাপিত করেন প্রণয়। ইতিমধ্যেই এই ছবিটি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও। নেটিজেনরাও ছবিটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এভাবে শুরু হয় কথোপকথন: উচ্চ-মধ্যবিত্ত পরিবার থেকে আসা পাথোল তাঁর সাথে ইলন মাস্কের বন্ধুত্বের প্রসঙ্গে এর আগে জানিয়েছিলেন, ইলন মাস্ক সম্ভবত তাঁর প্রশ্নগুলি দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। ২০১৮ সালে প্রথমবারের মতো প্রণয়ের টুইটের জবাব দিয়েছিলেন মাস্ক। টেসলার অটোমোটিভ উইন্ডশিল্ড ওয়াইপারগুলির ত্রুটি সম্পর্কে একটি টুইট করেছিলেন প্রণয়।

https://twitter.com/PPathole/status/1561591196178419712?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1561591196178419712%7Ctwgr%5E8ddbc10a472d5f4495e7a1bca72dd2ef7109c31b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fkhaasreonline.com%2Felon-musk-meets-pranay-pathole-from-pune%2F

পাশাপাশি, তিনি মাস্ককে পরবর্তী রিলিজে এটি সংশোধন করারও পরামর্শ দেন। উল্লেখযোগ্যভাবে, পরবর্তী সফ্টওয়্যার আপডেটে তা সংশোধন করা হয়েছিল। আর তখন থেকেই টুইট মারফত বিভিন্ন আলাপ-আলোচনা চলত এই দুই বন্ধুর মধ্যে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর