হাইকোর্টের নির্দেশ অমান্য! কাঁথি পুরসভার চেয়ারম্যানকে ১ লাখ টাকা জরিমানা বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরেও পুরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়নি মেলা আয়োজনের অনুমতি আর এবার নির্দেশ অমান্য করার অপরাধে কাঁথি (Kanthi) পুরসভার চেয়ারম্যানকে এক লাখ টাকার জরিমানা করলেন বিচারপতি। শুধু তাই নয়, পরবর্তীতে যদি একই ভুল হয়, তবে জেল হেফাজত পর্যন্ত হতে পারে বলে এদিন পুরসভার চেয়ারম্যানকে হুশিয়ারি দিয়েছে কলকতা হাইকোর্ট। আগামী ৩০ শে আগস্টের মধ্যে সমস্ত টাকা জমা করার নির্দেশ দিয়েছে আদালত।

কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। অতীতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে মেলা সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশ দেওয়া হলেও তা না মানার অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে আর সেই সূত্রেই তাঁকে ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসে কাঁথির প্রভাত কুমার কলেজের পক্ষ থেকে বৈশাখী মেলা আয়োজন করা হয়। এ বছরেও একইভাবে ছাত্র সংসদের পক্ষ থেকে কলেজের মাঠে মেলা আয়োজন করার অনুমতি চাওয়া হয়। তবে অভিযোগ, অন্যান্য ব্যবস্থা সম্পন্ন হয়ে গেলেও শেষ মুহূর্তে পুরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। এরপরই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করে ছাত্র সংসদ এবং পরবর্তীতে বিচারপতি দ্বারা বৈশাখী মেলা আয়োজনের বিষয়ে অনুমতি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

শুধু পুরসভাই নয়, একই সঙ্গে অন্যান্য সকল কর্তৃপক্ষকেও এ প্রসঙ্গে নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, অন্যান্য সকল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও শেষ মুহূর্তে বেঁকে বসে কাঁথি পুরসভা। তাদের পক্ষ থেকে অনুমতি না দেওয়া হলে ফের একবার আদালতের দ্বারস্থ হয় স্টুডেন্ট ইউনিয়ন। বর্তমানে এ সংক্রান্ত অভিযোগ সামনে আসতেই কঠোর ব্যবস্থা নিলেন হাইকোর্টের বিচারপতি।

Untitled design 2022 06 24T172114.048

যদিও এ প্রসঙ্গে বিশেষ কোন মন্তব্য করতে রাজি হননি সুবল মান্না। তিনি জানান, “এটা সম্পূর্ণটাই হাইকোর্টের বিষয়। কোনো রকম মন্তব্য করব না।” তবে একইসঙ্গে পরবর্তী ক্ষেত্রে একই ভুল হলে হাজতবাসের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন বিচারপতি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর