এশিয়া কাপে তুলনামূলক অনভিজ্ঞ ভারতীয় বোলিংকে দিশা দেখানোর দায় ভুবনেশ্বর কুমারের কাঁধে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। দ্বিতীয় দিনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এই টুর্নামেন্টে ভারতের ফাস্ট বোলিং অনেকটাই অনভিজ্ঞ। মূলত ভুবনেশ্বর কুমারের ভরসাতেই মাঠে নামবে ভারত। কারণ অর্শদীপ ও আবেশ খান এখনও বড় মাপের কোনও টুর্নামেন্ট খেলেননি দেশের হয়ে। বুমরা ও হর্ষল প্যাটেল চোটের জন্য মাঠের বাইরে। গত কয়েক মাসে বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ভুবি। এই টুর্নামেন্টেও ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব থাকছে তার কাঁধে।

এমন একটা সময়ে এসেছিল যখন অনেকেই ভেবে নিয়েছিলেন ভুবনেশ্বর কুমারের জাতীয় দলের কেরিয়ার আস্তে আস্তে হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু নিন্দুকদের ভুল প্রমাণিত করে আবার দুর্দান্ত ছন্দে ফিরে এসেছেন ভুবনেশ্বর কুমার। গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুরন্ত ছন্দে বোলিং করেছেন তিনি। এসআরএইচের গত মরশুমটা খুব একটা ভালো যায়নি। কিন্তু ভুবনেশ্বর কুমার ৭.৩৪ ইকোনমি রেটে ১২টি উইকেট নিয়েছেন।

এবার আইপিএলের পর জাতীয় দলে ফিরে এসে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছেন ভুবি। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও তারপর আয়ারল্যান্ড সফর মিলিয়ে মোট ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তারকা বোলার। এই ছয়টি ম্যাচের বেশিরভাগ ম্যাচে কৃপণ বোলিং করে ৮টি উইকেট পেয়েছেন।

Bhuveneshwar 500

এরপর আসে ইংল্যান্ড সফর। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই ভারত সিরিজ জয় নিশ্চিত করে নেয়। সেই দুই ম্যাচে ভুবনেশ্বর কুমার বল হাতে বুমরার সাথে জুটি বেঁধে কৃপণ বোলিং করে ২ ম্যাচে চার উইকেট নেন। তৃতীয় টি টোয়েন্টিতে তাকে বিশ্রাম দেওয়া হয়।

এরপর আসে ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচে মাঠে নেমেছিলেন ভুবনেশ্বর কুমার। মাত্র ৩ উইকেট তুলতে পারলেও কৃপণ বোলিং করেছিলেন ভুবি। আর এই সিরিজে রোহিত শর্মা তাকে খুব কম সময়ই নিজের বোলিং কোটা পূরণ করতে দিয়েছেন। মূলত আবেশ খান ও অর্শদীপ সিংকে তৈরি করে নেওয়ার জন্যই গুরুত্বপূর্ণ ডেথ ওভার গুলিতে অভিজ্ঞ ভুবির বদলে তাদের দিয়ে করিয়েছেন হিটম্যান। স্বল্প সুযোগেও নিজের জাত চেনাতে ভুল করেননি ভুবি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর