বিগ বস জিতে ইতিহাস গড়লেন এলভিশ যাদব, ট্রোফির সঙ্গে কত টাকা জিতলেন জানেন?

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েকের লড়াইয়ের অবসান হল সোমবার, ১৪ অগাস্ট। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন রাতে ঘোষণা করা হল বিগ বস OTT-র (Bigg Boss OTT) দ্বিতীয় সিজনের বিজয়ীর নাম। চার ফাইনালিস্টকে হারিয়ে বিজেতার শিরোপা কেড়ে নিলেন এলভিশ যাদব (Elvish Yadav)। প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিজয়ী হয়ে রেকর্ড গড়লেন তিনি।

অন্তিম ধাপ পর্যন্ত পৌঁছেছিলেন অভিষেক মলহান, পূজা ভাট, মনীষা রানি এবং বেবিকা ধ্রুভে। কিন্তু সবাইকে হারিয়ে শেষ হাসি হাসলেন এলভিশ। দ্বিতীয় স্থানে থেকেই খুশি থাকতে হল অভিষেককে। তবে এলভিশ আদৌ এই জয়ের যোগ্য কিনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Elvish yadav won bigg boss OTT season 2

আসলে এলভিশ যাদব বিগ বসের প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি যিনি শো জিতলেন। এই হিসেবে এত বছরের বাগ বসের ইতিহাসে আলাদা করে জায়গা করে নিলেন তিনি। কিন্তু যেহেতু ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে অন্যদের তুলনায় তিনি অনেক পরে শো তে পা রেখেছেন তাই তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বিগ বসের ফাইনালিস্ট সহ দর্শকদের একাংশ।

আরও পড়ুন: বাস্তবে কাকে গুলি করতে চান? মদন মিত্রের মুখে আচমকাই মিঠুন চক্রবর্তীর নাম!

তবে এলভিশের পক্ষে রয়েছেন খোদ সলমন। তিনি নিজে সুর চড়ান তাঁর হয়ে। বিগ বসের বিজয়ী হিসেবে এলভিশ কতটা যোগ্য সেটাই তিনি বুঝিয়ে দেন যুক্তি দিয়ে। দেরি করে শো তে পা রেখেও দর্শকদের কাছে নিজেকে এত তাড়াতাড়ি এতটা গ্রহণযোগ্য করে তোলা সহজ ছিল না। এলভিশই যোগ্য বিজয়ী বলে মন্তব্য করেন সঞ্চালক সলমন।

আরও পড়ুন: এই জনপ্রিয় অভিনেতাকেই বিয়ে, ‘মা হতে চাই’, জন্মদিনেই ফাঁস সায়ন্তিকার মনের কথা!

গুরুগ্রামের জনপ্রিয় এই ইউটিউবার বিগ বস থেকে কী কী জিতে নিয়ে গেলেন? শোয়ের বিজেতা হিসেবে গোল্ডেন ট্রোফি তো তাঁর হাতে উঠেছেই, পাশাপাশি ২৫ লক্ষ টাকাও জিতেছেন তিনি। ইউটিউবার হিসেবে যথেষ্ট জনপ্রিয় এলভিশ। তাঁর জয়ে অনেকে যেমন বিস্মিত হয়েছেন, অনেকেই উচ্ছ্বসিতও হয়েছেন।

বিগ বসে এলভিশের সফর বেশ স্মরণীয় হয়ে থাকবে দর্শকদের কাছে। তাঁর কৌতুকবোধ, ‘সিস্টেম হ্যাঙ’ বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। মনীষার সঙ্গে তাঁর খুনসুটির মুহূর্তগুলোও ভাল টিআরপি তুলেছে শোয়ের। তবে নিজের প্রেমিকা আছে বলে বরাবর একটা দূরত্ব বজায় রাখতেই দেখা গিয়েছে এলভিশকে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর