এই জনপ্রিয় অভিনেতাকেই বিয়ে, ‘মা হতে চাই’, জন্মদিনেই ফাঁস সায়ন্তিকার মনের কথা!

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী, আর এখন মহানায়িকা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) কেরিয়ারের গ্রাফ হঠাৎ করেই উর্দ্ধমুখী। পরপর সুখবর পেয়েই চলেছেন তিনি। রাজনীতিতেও পেয়েছেন নতুন দায়িত্ব। রাজ্যের পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে আসীন হয়েছেন তিনি। এবার ব্যক্তিগত জীবনটাও সাজিয়ে নেওয়ার পরিকল্পনায় রয়েছেন সায়ন্তিকা। নেওয়ার পরিকল্পনায় রয়েছেন সায়ন্তিকা।

গত শনিবার ছিল অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটা আরো বিশেষ করে তুলতে উপহার এসেছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। প্রিয় পাত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠির ছবি শেয়ার করে মনের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সায়ন্তিকা।

Sayantika banerjee opened up about marriage plan

এদিন মনের সুপ্ত ইচ্ছা নিয়েও খুল্লমখুল্লা কথা বলেন সায়ন্তিকা। সংসার সাজানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। এখন সিঙ্গেলই রয়েছেন অভিনেত্রী। অতীতে অভিনেতা জয় মুখোপাধ্যায়ের তাঁর সম্পর্ক বেশ চর্চিত ছিল টলিউডে। কিন্তু দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে বহুদিন। তিক্ততার মধ্যে দিয়েই তাঁরা আলাদা হয়েছিলেন বলে শোনা যায়।

আরও পড়ুন: বাদ পড়লেন শুভশ্রী, জি বাংলার মহালয়ায় এবার দেবী দূর্গা হচ্ছেন দর্শকদের প্রিয় এই অভিনেত্রী!

তারপর থেকে দুজনের জীবনেই এসেছে অনেক বদল। সায়ন্তিকা বলেন, একার জীবন তাঁর আর ভাল লাগছে না। এবার বিয়ে করে সংসার গড়তে চান বলে জানান তিনি। তবে কি তাঁর কোনো মনের মানুষ রয়েছে? উত্তরে অবশ্য নিরাশ করে সায়ন্তিকা বলেন, কার সঙ্গে প্রেম করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না।

আরও পড়ুন: পাশে সুন্দরী পুলিশ অফিসার, স্বাধীনতা দিবসের আগেই বন্দুক নিয়ে কলকাতার রাস্তায় দাদাগিরি মদন মিত্রের!

তবে অভিনেত্রী বলেন, বিয়েতে তিনি সম্পূর্ণ বিশ্বাসী। একটা সুন্দর সংসার করবেন, মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এক সাক্ষাৎকারে সায়ন্তিকা বলেন, তাঁর নাকি মনে মনে বিয়ে হয়েও গিয়েছে। কার সঙ্গে? আসলে ‘মহানায়িকা’ শাহরুখ খানের বড় ভক্ত। ছোটবেলায় নাকি কিং খানকেই মনে মনে নিজের স্বামী বানিয়ে নিয়েছিলেন সায়ন্তিকা।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর