বাংলা হান্ট ডেস্ক: ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে শুনলেন পরিবারের কারও বড়ো অসুখ করেছে। অথবা আপনার চাকরি আর নেই। ইমেল এসেছে কর্মী ছাঁটাই করার জন্য আপনাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার এই সমস্ত অবস্থায় মাথায় আকাশ ভেঙে পড়ায় মতো অবস্থা হয়। যা হওয়াটা খুব স্বাভাবিক। তবে এই সময় আপনি যদি আগের থেকে বাঁচিয়ে রাখা টাকা অর্থাৎ ইমার্জেন্সি ফান্ড (Emergency Fund) হাতের কাছে রাখেন, তাহলে কিছুটা হলেও ওই দুঃসময় আপনি পার করতে পারবেন। এবার এই ইমার্জেন্সি ফান্ডে টাকা কী এবং কীভাবে জমাবেন আজকের প্রতিবেদনে বলা হল।
হঠাৎ চাকরি গেলে কী করবেন? কেন প্রয়োজন ইমার্জেন্সি ফান্ড (Emergency Fund)
যেকোনো পরিস্থিতির জন্য টাকা একান্তই প্রয়োজন। এর জন্য আগের থেকে টাকা জমানোর প্রক্রিয়া জানা উচিত। কারণ এটি জীবনে অপ্রত্যাশিত ধাক্কা কে সামলাতে সাহায্য করে। পাশাপাশি এটি আপনার ব্যক্তিগত সুরক্ষা কবজ। যদিও এটি বিনিয়োগের মতন রিটার্ন দেয় না। তবে তার থেকেও বেশি মূল্যবান জিনিস দেয় মনের শান্তি। চলুন এই বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন (Emergency Fund) ।

আরও পড়ুন: ফেলে দেওয়া নয়, কাজে লাগান চা পাতা! ঘরোয়া কিছু কৌশল যা আপনাকে অবাক করে দেবে
জরুরী তহবিল কি?
জরুরী তহবিল হল একটি সুরক্ষা জাল যা আপনাকে যেকোনো ঋণ বা ধার না করে অপ্রত্যাশিত খরচ সামলাতে সাহায্য করে। পাশাপাশি এটি আপনার ব্যক্তিগত উদ্ধার তহবিল হিসেবেও ধরে নিতে পারেন। এই তহবিলের মূল উদ্দেশ্য হল, যখন আপনার জীবনে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে তখন যেন আপনি সেই পরিস্থিতিতে টাকা খরচ করতে পারেন। পাশাপাশি টাকার অভাব যেতে উপলব্ধি না করতে পারেন।
ইমারজেন্সি ফান্ড কেন গুরুত্বপূর্ণ?
অপ্রত্যাশিত খরচ যখন আসে তখন অনেকেই ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন এর দিকে ঝোঁকেন। তবে এতেই সুবিধাজনক মনে হলেও আপনাকে সুদের চক্রে আটকে ফেলতে পারে। তার বদলে জরুরি তহবিলে থাকা টাকা আপনি ধান না করেই এই ধরনের অপ্রত্যাশিত মোকাবিলা গুলো আপনি সহজে পার করতে পারবেন।
পাশাপাশি এটি আপনাকে কঠিন সময় মানসিক শান্তি নিয়ে আসবে (Emergency Fund)। কারণ এই কঠিন সময় গুলিতে টাকা জমানো থাকলে দুশ্চিন্তা কমে যায়। এছাড়াও কিভাবে আপনি বিল মেটাবেন সেই নিয়ে চিন্তা না করে সমস্যা সমাধানের উপর মনোযোগ দিতে পারবেন।












