বাংলাহান্ট ডেস্ক : দার্জিলিং (Darjeeling), শহরটিকে ঘিরে থাকা দুর্দান্ত পাহাড়ের মধ্যে অবস্থিত একটি শহর, যা “পাহাড়ের রানী” নামে পরিচিত। পাহা়ড়ের টানে প্রতিদিন দার্জিলিংয়ে ছুটে আসেন হাজার হাজার মানুষ। পর্যটকদের মন ভরাতে সদা তৈরি থাকে দার্জিলিংও। ফলে, শীত, গ্রীষ্ম, বর্ষা শৈলশহর দার্জিলিং এ কখনো পর্যটকদের ভিড় কমেনা।
স্বর্গরাজ্য দার্জিলিং গিয়ে খাওয়াদাওয়ার অনিয়ম করেননি এমন বাঙালির দেখা মেলা দুষ্কর। নিয়মের তোয়াক্কা না করে বেহিসেবি খাওয়া দাওয়া বহুক্ষেত্রে ডেকে এনেছে বিপদও। আর বাইরে ঘুরতে গিয়ে শরীর অসুস্থ হওয়া মানে বাড়তি চিন্তা। তখন ডাক্তার-অ্যাম্বুল্যান্স-হাসপাতালের খোঁজ নিতে গিয়ে নাজেহাল হতে হয় আমজনতাকে।
ঘুরতে গিয়ে যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে শরীর। তাই নিজেকে দ্রুত সুস্থ করে তোলার জন্য এই পাহাড়ি শহরে চিকিৎসকদের খোঁজ রাখাটাও ভালো। যদি আপনারও খুব শীঘ্রই দার্জিলিং যাওয়ার পরিকল্পনা রয়েছে বা আগামী দিনে যাবেন, তাহলে জেনে রাখা ভালো দার্জিলিংয়ে গিয়ে শরীর অসুস্থ হলে চিকিৎসক (Doctor) পাবেন কোথায়।
১. Darjeeling District Hospital
ঠিকানা: Hill Cart Road, Near Darjeeling Police Station, Darjeeling – 734101
ফোন নম্বর: (0354) 225421
২. DDMA Hospital – Planters Hospital
ঠিকানা: 7 Nehru Road , , Planters Hospital, Darjeeling, West Bengal, India
যোগাযোগ: 9332490262
৩. TB Hospital, Darjeeling
ঠিকানা: Hill Cart Road, West Point, Darjeeling – 734101
৪. Yuma Nursing Home And Diagnostic Center
ঠিকানা: 7/A, Ballen Villa Road, Darjeeling 734101
যোগাযোগ: (0354) 2257651
৫. Mariam Nursing Home
ঠিকানা: N.B.Singh Road, Darjeeling
যোগাযোগ: (0354) 2254637
৬. Tibetan Medical Clinic
ঠিকানা: 78/2, Hill Cart Road, Darjeeling – 734101, Near Punjab National Bank
যোগাযোগ: (0354)-2254735
৭. Kurseong Sub Divisional Hospital
ঠিকানা: P.B Road, Kurseong, Pin 734203
যোগাযোগ: 8927315151