বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বেশ কিছু মাস আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে জুলাই মাসের শুরুতেই কলকাতায় (Kolkata) পা রাখছেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ (Emiliano Martinez)। তখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছিল এই বিশ্বজয়ী তারকাকে কেন্দ্র করে। আর্জেন্টিনার ছত্রিশ বছরের বিশ্বকাপ খরা কাটানোর অন্যতম বড় কারণ সমর্থকদের প্রিয় দিবু। তাকে সামনে থেকে দেখা যাবে কিনা সেই চিন্তায় সমর্থকরা ছিলেন বিভোর।
এরই মধ্যে ৩ রা জুলাই ঝটিকা বাংলাদেশ সফর ছেড়ে কলকাতায় পা রাখেন এমি। সেখানে শুধুমাত্র রাষ্ট্রপ্রধানদের সঙ্গেই দেখা করার সুযোগ পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। সাধারণ মানুষরা তো দূরের কথা, বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি।
এরপর কলকাতা পৌঁছে কালকের বাকি দিনটা বিশ্রাম নিয়েছিলেন তিনি। আজ বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তাদের উপস্থিতিতে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ইস্টবেঙ্গল অফিশিয়ালরা তার গায়ে ইস্টবেঙ্গলের জার্সি তুলে দেন। মোহনবাগান অফিসিয়ালদের অনুরোধে তিনি বলে ওঠেন ‘জয় মোহনবাগান’।
কিন্তু তার সংবর্ধনা অনুষ্ঠান যে সর্বাঙ্গ সুন্দর হয়েছে এমনটা একেবারেই বলা যাবে না। এমি মার্টিনেজ যে গাড়িতে করে ওই অনুষ্ঠানে এসেছিলেন সেই গাড়িতে করে তিনি ফিরতে পারলেন না। সমর্থকদের অতি উৎসাহে সেই গাড়িটি অনুষ্ঠান শেষে আর ফেরার মত অবস্থায় ছিল না। ভেঙে গিয়েছিল গাড়ির জালনার কাঁচ। ফলে পুলিশের ভ্যানেই ফিরতে হয়েছে বিশ্বকাপজয়ী তারকাকে।
এই অনুষ্ঠানে দর্শকদের জন্য তিন শ্রেণীর টিকিট বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ওই তিনটি শ্রেণীর মাঝখানে যে ব্যারিকেড ছিল সেগুলি রক্ষা করার জন্য ছিল না কোনও নিরাপত্তা ব্যবস্থা। এমি সেই অনুষ্ঠানস্থলে পৌঁছতেই যাবতীয় দর্শক সেই ব্যারিকেড ভেঙে এক হয়ে যায়। এরপর বিশৃঙ্খলা চরমে পৌঁছেছিল। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষীদেরও হিমশিম খেতে হয়েছে। এমন ঘটনা অনভিপ্রেত ছিল বলেই মনে করছেন অনেকে। অনুষ্ঠানের আয়োজনকারীদের বিশ্বকাপজয়ী একজন তারকাকে নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা আরও যত্ন নিয়ে করা উচিত ছিল বলে মত অনেকেরই।