বাংলা হান্ট ডেস্কঃ ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল (Saina Nehwal) আজ ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিলেন। উনি দিল্লীতে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির হয়ে প্রচারও করবেন। হরিয়ানার বাসিন্দা সাইনা নেহওয়াল নির্বাচনী প্রচারে নামলে দিল্লী বিজেপির অনেক সুবিধা হবে সেটা বলাই বাহুল্য।
Delhi: Badminton Player Saina Nehwal to join BJP shortly pic.twitter.com/qOQoCgudgw
— ANI (@ANI) January 29, 2020
আজ দিল্লী বিজেপির মুখ্য অফিসে বিজেপির নেতাদের উপস্থিতিতে উনি বিজেপির পতাকা হাতে ধরেন। আজকাল দেশের রাজধানী দিল্লীতে নির্বাচনী প্রচারে জোর দিয়েছে সমস্ত দল গুলোই। এবার দিল্লী দখলের লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমেত বিজেপির তাবড় তাবড় নেতারা প্রচার চালাচ্ছে।
আরেকদিকে দিল্লীতে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া অরবিন্দ কেজরীবাল। দিল্লীর শাসক দল আম আদমি পার্টিও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার চালাচ্ছে। কিন্তু সব দলের মধ্যে কংগ্রেস একটু ব্যাকফুটেই আছে। কারণ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী আর কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীকে এখনো দিল্লীর নির্বাচনী প্রচারে দেখা যায়নি।
Watch LIVE: Eminent personality @NSaina joins BJP at BJP HQ, New Delhi. https://t.co/2dLRwIoUR1
— BJP (@BJP4India) January 29, 2020
বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে, কংগ্রেস আম আদমি পার্টিকে সুবিধা করিয়ে দেওয়ার জন্যই এই কাজ করছে। আরেকদিকে, কংগ্রেস জানিয়ে এবার নির্বাচনে তাঁরা অভূতপূর্ব ফল করে সবাইকে চমকে দেবে।