“এখনও আমার বাড়িতে পুরুষ ঢোকে না, ওকে স্বামী হিসেবেই মানি”, শোভনকে নিয়ে বললেন রত্না

বাংলাহান্ট ডেস্ক : সোমবার আদালতে শুনানি ছিল শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার। শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন আলিপুর আদালতে উপস্থিত থাকলেও রত্না চট্টোপাধ্যায় আসেননি। শুনানি চলাকালীন তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় গত ৩০ তারিখ। সেই কারণে এদিন শুনানি হয় রীতিমতো পুলিশে ঘেরাটোপে।

আদালত চত্বর থেকে বেরিয়ে রত্না বলেন, “ভয় পেয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এতে খুশি আমি। ওনারা বুঝুক ভয় কাকে বলে। রাজ্য সরকারের টাকা নষ্ট করছেন উনি পুলিশ প্রটেকশন নিয়ে। আমি কোনও অন্যায় করিনি। তাই ভয় পাই না। এই ডিভোর্স কেস চলবে।”

রত্নার আরোও সংযোজন, “শোভন চট্টোপাধ্যায় বলেছেন আমি নাকি চ্যাটার্জী থেকে দাস হব। আমার এতে কোন লজ্জা নেই। আমি খুশি হব বাবার পদবী নিলে।” এদিন আদালত থেকে বের হয়ে শোভন চট্টোপাধ্যায় দাবি করেন, “ডেড ম্যারেজ কেস এটা একটা। কারণ বহুদিন ওনার সাথে আমার কোন সম্পর্ক নেই।”

এই প্রসঙ্গে বলতে গিয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, “সম্পর্কটা ডেড ম্যারেজ ওনার কাছে হতেই পারে। কিন্তু আমি স্বামী হিসেবে এখনও ওনাকে মানি। এই বিবাহ বিচ্ছেদ মামলা ওনাকে এখনও টানতে হবে। আমি ওনার চট্টোপাধ্যায় পদবী ব্যবহার করতে গর্ববোধ করি।”

ratna sovan

এরই সাথে রত্না বলেন, “আমি এখনও ভদ্রমহিলা সমাজের কাছে। আমার শুভবুদ্ধি রয়েছে বলেই ওরা এখনও লিভ ইন করে। আমার বাড়িতে এখনও কোনো পুরুষ ঢোকে না। আমি আগে বুঝতে পারিনি শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকার পরেও এখনও এত ভীতু।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর