বাংলাহান্ট ডেস্ক : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) (Employees Provident Fund Organisation) এবার বড় পরিবর্তন আনল। অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনির নিয়ম পরিবর্তন করেছে EPFO। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর আরও সহজে হাতে টাকা পেয়ে যাবেন নমিনি। EPFO এই সংক্রান্ত সার্কুলার জারি করে এই নিয়ম বদলের তথ্য প্রদান করেছে।
নতুন নিয়মে বলা হয়েছে, অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয় এবং তার পিএফ অ্যাকাউন্ট যদি আধারের সাথে লিংক না করা থাকে অথবা পিএফ অ্যাকাউন্টের সাথে আধারের তথ্য না মেলে, তাহলেও পিএফের টাকা পাবেন নমিনি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এই নিয়ম পরিবর্তন করে নমিনির টাকা পাওয়ার ক্ষেত্রটিকে অনেকটাই সহজ করেছে।
আরোও পড়ুন : এবার চোখের নিমেষে পৌঁছে যাবেন দিল্লি! হাতে রাখুন মাত্র দেড় ঘণ্টা, আর ঝটপট পাড়ি দিন রাজধানীতে
আগের নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট হোল্ডারের তথ্যের সাথে যদি আধারের তথ্যে সমস্যা দেখা দিত বা আধার নম্বর নিষ্ক্রিয় থাকত, তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর নমিনির টাকা পেতে বেশ সমস্যায় পড়তে হত। সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ পেশ করে নমিনির হাতে টাকা আসতে আসতে বেশ খানিকটা সময় লেগে যেত।
আরোও পড়ুন : ট্রেন লেট হওয়ার দিন শেষ! যাত্রীদের হয়রানি দূর করতে অত্যাধুনিক এই প্রযুক্তি আনছে ভারতীয় রেল
ইপিএফও জানিয়েছে, ব্যক্তির মৃত্যুর পর আধার বিবরণ সংশোধন করা যাবে না। তাই যদি পিএফ অ্যাকাউন্টের সাথে আধারের তথ্যের সমস্যা হয়, তাহলে শারীরিক যাচাইয়ের ভিত্তিতে অ্যাকাউন্ট হোল্ডারের মনোনীত ব্যক্তিকে টাকা দেওয়া হবে। তবে সেক্ষেত্রে অনুমোদন লাগবে আঞ্চলিক কর্তার।
আঞ্চলিক কর্তার অনুমতি ছাড়া নমিনিকে পিএফয়ের টাকা দেওয়া হবে না। এছাড়াও এই ধরনের নিয়মে জালিয়াতি রুখতেও বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইপিএফও। নতুন এই নিয়মে যারা মনোনীত ব্যক্তি বা পরিবারের সদস্য থাকবেন, তাদের পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পরই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।