বাংলাহান্ট ডেস্ক: ইমরান হাশমি (emraan hashmi) ও সানি লিওন (sunny leone), বলিউডের এই দুই তারকার জনপ্রিয়তা যে কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অনস্ক্রিন বোল্ডনেসে দুজনের কেউই কারোর থেকে কম যান না। একসঙ্গে কোনো ছবি না করলেও একটি আইটেম গানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন দুজনে।
এবার ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন ইমরান ও সানি। দুজনের এক ২০ বছর বয়সী ছেলের খোঁজ পাওয়া গিয়েছে সম্প্রতি। চমকে উঠলেন তো? ইমরান, সানি দুজনেই নিজেদের আলাদা আলাদা বিবাহিত জীবনে সুখী। বিয়ে না করেও হঠাৎ এই ২০ বছর বয়সী ছেলে এল কিভাবে!
এমনি খবরে সম্প্রতি তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। সানি ও ইমরানের ওই ছেলে বিহারের বাসিন্দা। ‘বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়’ এর অধীনে মুজফফরনগরে একটি স্থানীয় কলেজে পড়ে সে। সম্প্রতি ওই ছাত্রের অ্যাডমিট কার্ডের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় তার বাবার নামের জায়গায় ইমরান হাশমি ও মায়ের নামের জায়গায় রয়েছে সানি লিওনের নাম।
Yehi hai woh Chaar Sau Bees 😂 pic.twitter.com/lzwcbKK3Bi
— EHCOBRAMAN (@EHCOBRAMAN) December 9, 2020
এমন আজব খবরে জোর চমকেছেন ইমরান নিজেও। খবরটি শেয়ার করে মজার ছলে তিনি লিখেছেন, ‘আমি শপথ করে বলছি আমার সন্তান নয়’। তবে এমন কাণ্ডের নেপথ্যে কে রয়েছে? বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্দেহের তালিকায় রয়েছে ওই ছাত্র নিজেও।
I swear he ain’t mine 🙋🏼♂️ https://t.co/ARpJfqZGLT
— Emraan Hashmi (@emraanhashmi) December 9, 2020
এর আগে সানি লিওনের নামে আবেদন করা হয় আশুতোষ কলেজে। অপরদিকে মালদার মানিকচক কলেজের সদ্য প্রকাশিত মেধা তালিকায় দেখা যায় বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম। বি এ পাস কোর্স, এডুকেশন অনার্স ও ইংরেজি অনার্স এই তিনটি বিষয়ের জন্য আবেদন করেছেন নেহা!
এছাড়াও আশুতোষ কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজ ও বজবজ কলেজের মেধা তালিকায় দেখা গিয়েছিল সানি লিওন, মিয়া খলিফা, জনি সিন্স সহ একাধিক পর্ন তারকার নাম।