ওয়াক! মুখে এত দুর্গন্ধ! এই অভিনেত্রীকে চুমু খাওয়ার অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি ইমরান

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বহু নায়কেরই একটা অধ্যায় থাকে। এমনি অধ্যায় ছিল ইমরান হাশমিরও (Emraan Hashmi), যে সময়টা জনপ্রিয়তার শিখরে ছিলেন তিনি। নিজস্ব একটা ভিন্ন পরিচিতি গড়ে তুলেছিলেন অভিনেতা। শুধুমাত্র অনস্ক্রিন চুমু খেয়েই ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছিলেন ইমরান (Emraan Hashmi)। পেয়েছিলেন ‘সিরিয়াল কিসার’এর তকমা। বহু ছবিতে বহু নায়িকাকেই চুম্বন করেছিলেন তিনি। কিন্তু এঁদের মধ্যে একজনের স্মৃতি আজো মনে রয়ে গিয়েছে ইমরানের।

সবথেকে খারাপ চুমুর অভিজ্ঞতা শোনান ইমরান (Emraan Hashmi)

না, সে বড় সুখস্মৃতি নয়। আসলে বলিউডের এই নায়িকাকে ঘিরে এক বড়ই অস্বস্তিকর স্মৃতি রয়েছে ইমরানের (Emraan Hashmi)। একটি ছবির প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হলে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, দীর্ঘ কেরিয়ারে তো এত নায়িকাকে চুমু খেয়েছেন তিনি। এর মধ্যে সেরা কে আর সবথেকে খারাপই বা কে ছিলেন?

Emraan hashmi once shared his worst kiss

বেস্ট কিস কার সঙ্গে ছিল অভিনেতার: ‘বেস্ট কিস’ এর প্রসঙ্গে মল্লিকা শেরাওয়াতের নাম নিয়েছিলেন ইমরান (Emraan Hashmi)। ‘মার্ডার’ ছবির সহ নায়িকাকে চুম্বন করতে নাকি এতটুকু অস্বস্তি হয়নি তাও। আর সবথেকে খারাপ চুম্বন? উত্তর দিতে গিয়ে কিছুক্ষণ থমকে তারপর ইমরান (Emraan Hashmi) বলেছিলেন, বলিউডের এক জনপ্রিয় নায়িকার সঙ্গে ঘটেছিল ওই ঘটনা। অভিনেতার কথায়, ‘সকালে মুখের দুর্গন্ধের ক্লাসিক কেস ছিল ওটা’। সকালে নাকি ব্রাশই করেননি সেই অভিনেত্রী!

আরো পড়ুন : Firhad Hakim: ‘আল্লাহর আশীর্বাদে আমরাই একদিন সংখ্যাগুরু হব’, প্রকাশ্য মঞ্চে ফিরহাদের মন্তব্যে তোলপাড়

কে ছিলেন সেই অভিনেত্রী: তবে তার জন্য অবশ্য শুটিং বন্ধ করেননি ইমরান (Emraan Hashmi)। যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গেই চুম্বন দৃশ্যের শুট করেন তিনি। তবে কোন ছবির ঘটনা এবং সেই অভিনেত্রীই বা কে ছিলেন তা প্রকাশ করেননি ইমরান (Emraan Hashmi)। জনসমক্ষে ওই নায়িকার নাম নিতে চাননি তিনি।

আরো পড়ুন : লাল বেনারসিতে যেন বাঙালি বধূ, দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন ‘করিশমা কা করিশমা’র ঝনক

প্রসঙ্গত, বলিউড ইন্ডাস্ট্রি সাবালক হওয়ার পর বোল্ড দৃশ্যে যে অভিনেতা সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি নিঃসন্দেহে ইমরান হাশমি (Emraan Hashmi)। বিশের দশকের শুরুর দিকে বলিউডে সাহসী দৃশ্য মানেই একজন নায়কেরই খোঁজ পড়ত। কার্যত রেকর্ড চুম্বন দৃশ্য করে ‘সিরিয়াল কিসার’ তকমা অর্জন করেছিলেন ইমরান। একাধিক নায়িকার সঙ্গে তাঁর উষ্ণ দৃশ্য দেখে ঘাম ছুটত দর্শকদের। তবে ধীরে ধীরে নিজের ছবির ধরণ বদলান ইমরান।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর