‘বেস্ট কিস’ ও সবথেকে জঘন‍্য কিস কোন অভিনেত্রীর? ইমরানের উত্তর শুনে চোখ কপালে নেটজনতার

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ‍্যে নিঃসন্দেহে প্রথম তালিকাতেই নাম থাকবে ইমরান হাশমির (emraan hashmi)। দীর্ঘদিন ধরে অভিনয় ইন্ডাস্ট্রিতে থাকলেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। বড়পর্দায় বলা যায় ইমরানই চুম্বন (kiss) দৃশ‍্যকে আরো বেশি সাবলীল করে তুলেছেন। ‘সিরিয়াল কিসার’ তকমাও তাঁর সেই কারণেই পাওয়া।

তবে এতজন অভিনেত্রীর মধ‍্যে একবার ইমরান ফাঁস করেছিলেন তাঁর সবথেকে ভাল চুম্বন ও সবথেকে খারাপ চুম্বন। একবার করন জোহরের টক শো ‘কফি উইথ করন’এ অতিথি হয়ে এসেছিলেন ইমরান। সেখানেই করন তাঁকে জিজ্ঞাসা করেন অনস্ক্রিনে তাঁর ‘বেস্ট কিস’ ও সবথেকে খারাপ কিস কোনগুলো।

Emraan Hashmi picture 1280x720 1
উত্তরে এতটুকু না ভেবে ইমরান উত্তর দেন, ‘মার্ডার ২’ ছবিতে জ‍্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে চুম্বন তাঁর সবথেকে ভাল ছিল। অপরদিকে ‘মার্ডার’ ছবিতে মল্লিকা শেরাওয়াতের সঙ্গে চুম্বন সবথেকে খারাপ ছিল। ইমরানের উত্তর শুনে করন নিজেও অবাক হয়ে গিয়েছিলেন।

https://www.instagram.com/p/B-9hm00o_6b/?igshid=nues0slttnvn

তবে সিনেমায় চুম্বন দৃশ‍্য করা নিয়ে ইমরানের বক্তব‍্য, তিনি হাঁপিয়ে গিয়েছেন। গত ১৭ বছর ধরে প্রতিটা ছবিতে ২০ টা করে চুম্বন দৃশ‍্য করে আসছেন তিনি। আর সম্ভব নয় তাঁর পক্ষে‌। তবে একটা সময় ‘সিরিয়াল কিসার’ তকমাটা বেশ উপভোগই করতেন ইমরান।

তাঁর কথায়, “এমন নয় যে এর থেকে আমার কোনো লাভ হয়নি। আমি প্রচুর হিট ছবি পেয়েছি। এটাই হয় অভিনেতাদের সঙ্গে। দর্শকরা তাদের তকমা দিতে শুরু করে। তবে এটা সম্ভবত সবথেকে অদ্ভূত তকমা পেয়েছি আমি। ২০০৬ সালে ওই টিশার্টটা পরেছিলাম আমি। সেটাই মিডিয়ায় ভাইরাল হয়ে গেল আর মানুষ আমাকে ওই নামে ডাকতে শুরু করল।”

Niranjana Nag

সম্পর্কিত খবর