সলমন-ক‍্যাটরিনার প্রেম কাহিনিতে ‘ভিলেন’ ইমরান হাশমি! মুখোমুখি টক্কর বলিউডের দুই হেভিওয়েটের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের (bollywood) প্রথম সারির অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম ব‍্যস্ত অভিনেতা হলেন সলমন খান (salman khan)। একের পর এক ছবিতে সাইন করে চলেছেন তিনি। তার মধ‍্যে রয়েছে তাঁর ‘টাইগার’ ফ্র‍্যাঞ্চাইজির ‘টাইগার থ্রি’ (tiger 3)। খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু করতে চলেছেন সলমন ও ক‍্যাটরিনা কাইফ, এমনটাই শোনা গিয়েছিল।

এবার জানা গেল ছবির ভিলেনের (villain) কথা। আগেই জানা গিয়েছিল, ‘টাইগার জিন্দা হ‍্যায়’ এর মতো টাইগার থ্রি ছবির জন‍্যও ভিলেনের চরিত্রে নতুন মুখের খোঁজ চলছে। টাইগার জিন্দা হ‍্যায় ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন সাজ্জাদ ডেলাফ্রুজ। এবার শোনা যাচ্ছে টাইগার থ্রি ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে (emraan hashmi)।


সূত্রের খবর অনুযায়ী, ইমরান হাশমি যে এই চরিত্রের জন‍্য একদম উপযুক্ত তাই মনে করেন ছবির নির্মাতারা। ইমরান একজন অসাধারন এবং যোগ‍্য অভিনেতা। আরো জানা গিয়েছে, শাহরুখ খানের ‘পাঠান’ ছবি যেখানে শেষ হবে সেখান থেকেই শুরু হবে এই ছবির গল্প। আগেই শোনা গিয়েছিল পাঠান ছবির ক্লাইম‍্যাক্সে কিছুক্ষণের জন‍্য দেখা যাবে সলমনকে।

মার্চেই শুরু হতে চলেছে টাইগার থ্রির শুটিং। মুম্বইতেই শুটিং হবে ছবির প্রথম অংশের। মার্চেই ছবিতে যোগ দেওয়ার কথা রয়েছে ইমরানের। যশ রাজ ফিল্মস স্টুডিওতেই প্রথম অংশের শুটিং হবে। সেখানে সলমন ও ক‍্যাটরিনার সঙ্গে কয়েকটি দৃশ‍্যের শুটিং রয়েছে ইমরানের। দ্বিতীয় অংশের শুটিংয়ের মধ‍্য প্রাচ‍্যে পাড়ি দেবে ছবির টিম।

এর আগে বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় ক‍রতে দেখা গিয়েছে সলমন ও ক‍্যাটরিনাকে। তার মধ‍্যে অন‍্যতম ‘যুবরাজ’, ‘পার্টনার’, ‘ম‍্যায়নে পেয়ার কিঁউ কিয়া’, ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ‍্যায়’। বডিগার্ড ছবিতে একটি গানেই শুধু দেখা গিয়েছিল ক‍্যাটরিনাকে।

সম্পর্কিত খবর

X