‘ওরে একে কেউ থামা’, ধেরে গলায় গান গেয়ে রোষের মুখে এনা সাহা! ভাইরাল ভিডিও ঘিরে কটূক্তির ঝড়

Published On:

বাংলা হান্ট ডেস্ক : টেলিভিশন (Television) তথা ছবির জগতের তারকাদের ইনকামের একটা বড় সোর্স স্টেজ শো, অর্থাৎ মাচা শো। এতে মা লক্ষ্মীর আগমণ তো ঘটেই পাশাপাশি সমাজের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে নাম। তবে অনেক সময়ই মাচা শো’তে (Stage Show) বেসুরো গান গেয়ে ট্রোলড হতে দেখা যায় এইসব তারকাদের। দীতিপ্রিয়া থেকে শুরু করে কৌশানি, শ্রাবন্তী এরকম বহু তারকাই এই কটাক্ষের শিকার।

আর এবার এই তালিকায় নাম লেখালেন এনা সাহাও (Ena Saha)। অভিনেত্রী তথা উঠতি প্রযোজক এনা সাহার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, লাল মেরুন প্যান্ট এবং জ্যাকেটের সাথে সাদা কালো চেক টি শার্ট পরেছেন তিনি। যদিও ভিডিওটি ঠিক কোথাকার সেই খবর এখনও পাওয়া যায়নি।

যাইহোক, এনা এইদিন মঞ্চে অত্যাধিক আনন্দে আত্মহারা হয়ে শ্রোতাদের সামনে গেয়ে বসলেন গান। আর সেই গানের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মনে হচ্ছে অভিনয় ছেড়ে কেন এনা গান ধরতে গেলেন। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় গান ‘চিকনি চামেলি’ গাইছেন অভিনেত্রী। আর এই গান শুনে চক্ষু চড়কগাছ থুড়ি কান ঝালাপালা হওয়ার জোগাড় শ্রোতাদের।

আরও পড়ুন : ঘুরিয়ে স্ত্রীকেই কটাক্ষ? নবনীতার সঙ্গে ডিভোর্সের আগেই বউ নিয়ে আজব মন্তব্য জিতুর! শুরু জলঘোলা

ভাইরাল হওয়া এই ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘গানটা শুনে চোখে জল এল’। অপরজন লিখলেন, ‘এরকম হেঁড়ে গলা শুনে চক্ষু আমার চড়কগাছ। আজ রাতে আর ঘুম আসবে না।’ আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘আরও বেশি করে এনার গান শুনতে চাই আমি। এত ভালো সুরেলা গলা আমি এর আগে শুনিনি। এই গান শোনার পর সারাজীবন আমার আর গান শোনার দরকার পড়বে না।’

প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ট্রোলের শিকার হন এনা। এর আগে অভিনেত্রীকে তার ওজন নিয়েও ট্রোল করা হয়েছে। যদিও এসবের কোনকিছুকেই পাত্তা দিতে নারাজ এনা। তিনি রয়েছেন নিজের মতোই। এমনকি ভাইরাল এই ভিডিও নিয়েও কোনও মন্তব্য করতে শোনা যায়নি এনাকে।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X