বড় খবরঃ জম্মু কাশ্মীরে ফের সফল হল সেনা, এনকাউন্টারে খতম চার জঙ্গি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) বড়সড় সফলতা অর্জন করল সেনা। ভারতীয় সেনা (Indian Army) একটি এনকাউন্টারে (Encounter) চার জঙ্গিকে (Terrorist) খতম করেছে। এখনো এক জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে, এনকাউন্টার এখনো জারি আছে। সেনা গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে।

জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার ডালগামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা। খবর পাওয়ার পর সেনা  সংযুক্ত অভিযান চালিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে।

নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে জঙ্গিরা সেনার উপর লাগাতার গুলি চালানো শুরু করে। জঙ্গিদের গুলির জবাবে পাল্টা ফায়ারিং করে সেনা। ভারতীয় সেনার পাল্টা জবাবে খতম হয় চার জঙ্গি। এসওজি, ১৬৪ সিআরপিএফ, ৪০ সিআরপিএফ আর ১৯ আরআর মিলে সংযুক্ত অপারেশন চালায়।

সম্পর্কিত খবর

X