বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরে জঙ্গিরা মঙ্গলবার লাগাতার দ্বিতীয়বার হামলা করে। সোমবার শোপিয়ানে আপেল ভর্তি ট্রাকের চালকের হত্যার পর সন্ধ্যে বেলায় পুলওয়ামা চৌকে জঙ্গিরা সেনাকে নিশানা করে গ্রেনেড হামলা করে। যদিও, গ্রেনেড ফাটেনি। এই হামলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। সেনা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায়। শোপিয়ানে ট্রাক চালকের হত্যার পর সেনা ১৫ জন সন্দেহভাজনের কাছে জিজ্ঞাসাবাদ চালায়।
Jammu and Kashmir: Encounter underway in Pazalpora area of Anantnag. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/7oX3yFLbiy
— ANI (@ANI) October 16, 2019
প্রাথমিক তদন্তে জানা যায় যে, ওই হামলায় চার জঙ্গি জড়িত ছিল, তাঁদের একজন পাকিস্তানি ছিল বলে জানা যায়। শোনা যায়, দুজন জঙ্গি ট্রাকের আগে, আর দুজন পিছনে ছিল। ওই ঘটনায় জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিন এর হাত ছিল। পুলিশের অনুযায়ী, পোস্ট মর্টেমের পর ট্রাক চালকের দেহ রাজস্থানে তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
শোপিয়ান জেলার সরমাল এলাকায় জঙ্গিরা আপেল নিয়ে যাওয়া রাজস্থানের এক ট্রাকের উপর হামলা চালায়। ট্রাক চালককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এরপর তাঁরা ট্রাকে আগুন লাগিয়ে দেয়। জঙ্গিরা আপেল বাগানের মালিককেও মারধর করে। চালকের পরিচয় শরীফ খান রুপে হয়েছে। শোনা যাচ্ছে যে, জঙ্গিরা এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই এই কাজ করেছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা