নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, পার্থর আরও সম্পত্তির খোঁজ পেল ED! এবার কত কোটি?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের জুলাই মাস। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। সেই থেকে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। প্রায় দু’বছর ধরে ওটাই তাঁর ‘ঠিকানা’। তবে এবার পার্থর আরও সম্পত্তির খোঁজ পেল ইডি (Enforcement Directorate)।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, মূলত বীরভূমে (Birbhum) রয়েছে সেই সম্পত্তি। বলে রাখি, এর আগে পার্থ-ঘনিষ্ঠ (Partha Chatterjee) হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বোলপুরে একটি বাড়ির খোঁজ পেয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। ‘অপা’ নামের সেই বাড়িটি নিয়ে তখন জোর চর্চা হয়েছিল। তবে সাম্প্রতিক তদন্তে নাকি জানা গিয়েছে, ওই বোলপুরের বুকেই কম করে আরও ৫টি সম্পত্তি আছে পার্থর।

ED সূত্রে খবর, বোলপুরের (Bolpur) বুকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে সম্পত্তি (Property) রয়েছে তা মূলত জমি। বর্তমানে যার বাজারদর কয়েক কোটি টাকা। যদিও এই সম্পত্তি কিন্তু পার্থর নামে নেই। বরং সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই সম্পত্তিগুলির নথিতে এক পার্থ ঘনিষ্ঠের নাম রয়েছে।

আরও পড়ুনঃ ভোটের রেজাল্ট বেরোতেই বিরাট নির্দেশ! হাই কোর্টের এক রায়ে ঘুম উড়ল সরকারি কর্মীদের

উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) নামে প্রচুর সম্পত্তির খোঁজ পেয়েছিল ED। তাঁর নামে থাকা একাধিক বাড়ি, ফ্ল্যাটের সন্ধান পাওয়ার পাশাপাশি অর্পিতার বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয়েছিল ‘টাকার পাহাড়’। ৪৯.৮০ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছিল সেখান থেকে। সেই সঙ্গেই ৪ কোটি টাকার সোনা এবং বেশ কিছু জীবন বিমাও মিলেছিল তাঁর নামে। সেখানে আবার নাম ছিল পার্থরও। কেন্দ্রীয় এজেন্সির অনুমান ছিল, অর্পিতার নামে থাকলেও এগুলি আদতে পার্থরই সম্পত্তি।

সেই সময় বোলপুরের ‘অপা’ বাড়িটিও ED স্ক্যানারে উঠে আসে। এবার জানা গেল, সম্প্রতি যে সম্পত্তিগুলির খোঁজ মিলেছে, সেখানেও একজন পার্থ ঘনিষ্ঠের নাম আছে। গত কয়েকদিনে প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ একজন প্রোমোটার সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য হাতে এসেছে বলে খবর।

partha chatterjee

এদিকে ইতিমধ্যেই রাজ্যে প্রাথমিক, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩৬৫.৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED। দীর্ঘদিন ধরে এই নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার ফের পার্থর সম্পত্তির খোঁজ মেলায় মামলার মোড় অন্যদিকে বাঁক নেয় কিনা সেটাই এবার দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর