রেশন দুর্নীতি মামলায় অ্যাকশনে ED! স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই ‘রাঘব বোয়াল’! তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য। লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচন সম্পন্ন হওয়ার পর ফের এই নিয়ে কোমর বেঁধে নেমে পড়ল ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার সকাল হতেই কলকাতা, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণার নানান প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জানা যাচ্ছে, এবার নজরে রয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এক ব্যবসায়ী।

রেশন দুর্নীতি মামলায় ইডি (Enforcement Directorate) স্ক্যানারে কে?

রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) ইতিমধ্যেই একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। এবার জ্যোতিপ্রিয় ওরফে বালু ঘনিষ্ঠ চালকল মালিক বারিক বিশ্বাসের বাড়ি সহ একাধিক ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। এদিন তাঁর রাজারহাটের বাড়ি, বসিরহাট, বারাসাতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন হানা দেন ED আধিকারিকরা। বারিকের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে ফ্ল্যাটের নীচে থাকা ওই চালকল মালিকের দু’টি বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চালানো হয় বলে খবর। তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, ওই দু’টি গাড়ি তাঁর সংস্থার নামে রয়েছে।

আরও পড়ুনঃ ফের মামলা! শুনবেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টে ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়

অবশ্য শুধু বারিকের বাড়িই নয়, এদিন দেগঙ্গার ব্যবসায়ী মুকুল রহমান এবং ভাঙরের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের বাড়িতেও হানা দেন ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। সেই সঙ্গেই বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম উঠে আসে বলে খবর।

Ration scam Enforcement Directorate

যাদের যাদের নাম উঠে আসে, তাঁরা সকলে চালকল মালিক বলে জানা যাচ্ছে। সেই সঙ্গেই নানান ধরণের ব্যবসার সঙ্গেও জড়িত। ED-র খবর বলছে, এত বৃহৎ দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই সুল ব্যবসায়ীরা কার্যত চক্রাকারে জড়িত। তাই এবার তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে দুর্নীতির নানান সূত্র খুঁজতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর