বাংলা হান্ট ডেস্ক : বিগত বহুদিন ধরেই ইডির (ED) নজরে ছিলেন তৃণমূলের বহিষ্কৃত নেতা শাহজাহান শেখ (Shahjahan Sheikh)। সন্দেশখালিতে (Sandeshkhali) ইডি পেটানোর ঘটনার পর থেকেই চর্চায় রয়েছেন তিনি। তবে অবশেষে গ্রেফতার হয়েছেন সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ। আর এবার খবর, তৃণমূলের বহিষ্কৃত নেতার ১২.৭৮ কোটি টাকার সম্পত্তি প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
উল্লেখ্য, শাহজাহান শেখ গ্রেফতার হওয়ার পর থেকেই খুশির হাওয়া রাজ্যজুড়ে। এরপর গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এবার থেকে এই মামলার তদন্ত করবে সিবিআই। এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যেই শাহজাহান এবং শাহজাহান সংক্রান্ত সমস্ত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।
সূত্রের খবর, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাজ্য। যে কারণে মঙ্গলবার বিকেল নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা ভবানী ভবন পৌঁছালেও শেষমেশ শাহজাহানকে ছাড়াই বেরিয়ে আসেন তারা। সূত্রের খবর, হাইকোর্টের এই নির্দেশ মানতে নারাজ রাজ্য পুলিশ। এই মুহূর্তে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নারাজ পশ্চিমবঙ্গ পুলিশ।
আরও পড়ুন : মোদীর সঙ্গে দেখা করার আগেই থানায় ডাক! ফাঁসানো হচ্ছে বলে দাবি সন্দেশখালির মহিলাদের
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন ‘দুর্নীতি’ মামলায় সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। তবে সেদিন শাহজাহানের দেখা তো মেলেইনি উল্টে জোটে বহিষ্কৃত তৃণমূল নেতার অনুগামীদের মারধর। এই ঘটনায় আহতও হন তিনজন ইডি কর্তা। এই ঘটনার পর থেকেই এতদিন ‘ফেরার’ হয়েছিল শাহজাহান শেখ। সন্দেশখালির এই বেতাজ বাদশার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করে ইডি।
আরও পড়ুন : বুধবার থেকে ফের বৃষ্টি? সপ্তাহান্তে আবহাওয়ার ‘নতুন’ ভোলবদল! সতর্ক করল IMD
এদিকে শাহজাহানের অবর্তমানে মুখ খুলতে থাকে এলাকাবাসীও। একটার পর একটা দুর্নীতির প্যান্ডোরা বক্স খুলতে থাকে সন্দেশখালির নির্যাতিত হিন্দু মহিলারা। শাহজাহানের বিরুদ্ধে বেশ কয়কটি অভিযোগও দায়ের হয় ন্যাজোট থানায়। প্রাথমিকভাবে তদন্তে গতি দেখা না গেলেও হাইকোর্টের নির্দেশের পরপরই তৎপর হয়ে ওঠে রাজ্য পুলিশ। অন্যদিকে তৃণমূলও দাবি করে, খুব শীঘ্রই গ্রেফতার হবে শাহজাহান। এরপরেই প্রায় ৫৫দিন ‘ফেরার’ থাকার পর অবশেষে গ্রেফতার হন শেখ শাহজাহান।